image

টঙ্গীতে ছিনতাইকারীদের ছুড়িকাঘাতে পোশাক শ্রমিক নিহত, আটক ২

বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
প্রতিনিধি, গাজীপুর

টঙ্গীর মাছিমপুর এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের আক্রমনে মো. জাফর উল্লাহ (৪২) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। সাধারণ জনতা ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। একজনকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালে হাসপাতাল থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় দুই জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

আহ বুধবার(৩০ অক্টোবর) সকালে টঙ্গী পূর্ব থানা পুলিশ এই তথ্য জানায়। আটক ছিনতাইকারীদের মধ্যে শাহীন (২২) ও রাকিব (২৪) পুলিশ হেফাজতে ও অজ্ঞাত একজন মুমূর্ষু অবস্থায় টঙ্গী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পালিয়ে গেছে।

নিহত জাফর উল্লাহ ফেনী সদর থানার করোচিয়া গ্রামের মৃত করিম উল্লাহর ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতে টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুরস্থ ফায়ার সাভিস এর সামনের রাস্তায় একদল ছিনতাইকারী পথচারী জাফর উল্লাহকে ছিনতাইয়ের উদ্দেশ্যে ছুড়িকাঘাত করে গলায় ও থুতনির নিচে গুরুতর জখম করে। আহতের চিৎকারে আশে-পাশের লোকজন এসে ধরাধরি করে তাকে টঙ্গী হাসপাতালে নিয়ে গেলে জাফর উল্লাহ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এসময় জনতা অজ্ঞাত

একজন ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দিয়ে হাসপাতালে পাঠায়। এর কিছুক্ষণ পর জনতা শাহীন ও রাকিব নামে দুই জনকে ছিনতাইকারী সন্দেহে ধরে পুলিশে দেয়। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ছিনতাইকারীর এক ছিনতাইকারী পালিয়ে যায়।

নিহতের ভাই আমান উল্লাহ জানান, নিহত জাফর উল্লাহ ঢাকার নন্দিপাড়া এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতো। টঙ্গীতে এক আত্মীয়ের কাছে এসে ছিনতাইয়ের কবলে পড়ে মারা যায়।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদকে বলেন, এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) আলমগীর হোসেন সংবাদকে জানান, নিহত জাফর উল্লাহ ছিনতাই চক্রের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় ৯টি মাদকের মামলা রয়েছে বলেও জানান তিনি।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি