খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ প্রসীতপক্ষের তিন কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।
আজ বুধবার সকাল ১০টার দিকে পানছড়ির লতিবান ইউনিয়নের শান্তিরঞ্জনপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মন্যা চাকমা ওরফে সিজন (৫০), খরকসেন ত্রিপুরা ওরফে শাসন (৩৫) এবং পরান্টু চাকমা ওরফে জয়েন (২২)।
পানছড়ি থানার ওসি মোহাম্মদ জসীম বলেন, হত্যাকাণ্ডের ঘটনাটি আমরা শুনেছি। কিস্তু ঘটনাস্থল দুর্গম হওয়ায় এখনও লাশ উদ্ধারে যেতে পারেনি। সেখানে এখনও উত্তেজনা বিরাজ করছে।
ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, একদল সশস্ত্র সন্ত্রাসী ইউপিডিএফ কর্মীদের ওপর গুলি চালায়। এতে তিন কর্মী সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা ঘটনাস্থলে নিহত হন।
এ ঘটনার প্রতিবাদে আজ বুধবার দুপুরে এক বিবৃতিতে অবরোধের ঘোষণা দেয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ। বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, এর আগে গত বছর এই সন্ত্রাসীরা পানছড়ির পুজগাঙে বিপুল চাকমাসহ চার জনকে হত্যা করলেও তাদের বিরুদ্ধে সরকার-প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করেনি।
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ প্রসীতপক্ষের তিন কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।
আজ বুধবার সকাল ১০টার দিকে পানছড়ির লতিবান ইউনিয়নের শান্তিরঞ্জনপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মন্যা চাকমা ওরফে সিজন (৫০), খরকসেন ত্রিপুরা ওরফে শাসন (৩৫) এবং পরান্টু চাকমা ওরফে জয়েন (২২)।
পানছড়ি থানার ওসি মোহাম্মদ জসীম বলেন, হত্যাকাণ্ডের ঘটনাটি আমরা শুনেছি। কিস্তু ঘটনাস্থল দুর্গম হওয়ায় এখনও লাশ উদ্ধারে যেতে পারেনি। সেখানে এখনও উত্তেজনা বিরাজ করছে।
ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, একদল সশস্ত্র সন্ত্রাসী ইউপিডিএফ কর্মীদের ওপর গুলি চালায়। এতে তিন কর্মী সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা ঘটনাস্থলে নিহত হন।
এ ঘটনার প্রতিবাদে আজ বুধবার দুপুরে এক বিবৃতিতে অবরোধের ঘোষণা দেয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ। বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, এর আগে গত বছর এই সন্ত্রাসীরা পানছড়ির পুজগাঙে বিপুল চাকমাসহ চার জনকে হত্যা করলেও তাদের বিরুদ্ধে সরকার-প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করেনি।