image

কসবায় পৌণে দুই কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রিপিস উদ্ধার

বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকা থেকে এক কোটি ৮৫ লাখ টাকার ভারতীয় শাড়ি, থ্রিপিস ও চাদর উদ্ধার করেছে বিজবি। বৃহস্পতিবার ভোরে উপজেলার খিরনাল সীমান্ত এলাকা থেকে বিজিবি ৬০ ব্যাটালিয়ন এসব ভারতীয় পণ্য উদ্ধার করে।

৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২০৩৭/৩ এস পিলারের কাছে অভিযান চালানো হয়। এ সময় ১১৩৪ পিস ভারতীয় শাড়ি, ৪৭০টি থ্রিপিস ও ৩৮১ পিস চাদর জব্দ করা হয়।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি