image

এমপি বদির ম্যানেজার জাফর চেয়ারম্যান গ্রেপ্তার

শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার

কক্সবাজারে ইয়াবা কারবারে বিতর্কিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ম্যানেজার জাফর চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (১ নভেম্বর) তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আল আমিন।

তিনি বলেন, জাফর আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি। তিনি টেকনাফ উপজেলার চেয়ারম্যান ছিলেন। এছাড়া বিতর্কিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ম্যানেজার হিসেবে পরিচিত ছিলেন।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

এর আগে গত ২০ আগস্ট চট্টগ্রামে অভিযান চালিয়ে আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করে র‍্যাব।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি