আমরা সনাতন ধর্মাম্বলীরা এই মাটির ভূমিপুত্র। আমরা কোন দেশ থেকে উড়ে এসে জুড়ে বসিনি। আমরা সরকারের কাছে দাবি করছি, আমাদের ৮ দফা দাবীসহ অন্যান্য ন্যায্য অধিকারগুলো দ্রুত বাস্তবায়ন করুন। যাতে আমরা এই মাটির প্রকৃত ভূমিপুত্রের অধিকারগুলো নিয়ে বাঁচতে পারি বলে মাদারীপুরের হিন্দু নেতৃবৃন্দ তাদের বক্তব্যে তুলে ধরেন।
শনিবার বিকেলে মাদারীপুর শহরের শকুনী লেকের শহীদ কানন চত্বরে ‘সংখ্যালঘু অস্তিত্ব রক্ষায় ৮ দফা বাস্তবায়নের দাবী’তে মিছিল শেষে গণসমাবেশে বক্তারা এসব কথা তুলে ধরেন। মাদারীপুর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য জোট ও স্থানীয় অন্যান্য সনাতনী সংগঠনের নেতাকর্মী ও সনাতনীরা সমাবেশ অংশগ্রহণ করেন।
মাদারীপুর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বিদ্যুৎ কান্তি বাড়ৈর সঞ্চালনা ও সভাপতি শ্যামল কৃষ্ণ দে’র সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন মাদারীপুর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রাক্তন অধ্যক্ষ হিতেন চন্দ্র মন্ডল, হরিপদ দাস, সাধারণ সম্পাদক এডভোকেট বিমল বাড়ৈ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণতোষ মন্ডল, সহ-সভাপতি নারায়ন চন্দ্র শীল, বাংলাদেশ হিন্দু মহাজোট সভাপতি নন্দদুলাল সাহাসহ জেলার বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা অবিলম্বে চট্টগ্রামে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের প্রধান সমন্বয়ক চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ যেসকল সাধু সন্তুদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে তা প্রত্যাহারের দাবী করেন।
শনিবার, ০২ নভেম্বর ২০২৪
আমরা সনাতন ধর্মাম্বলীরা এই মাটির ভূমিপুত্র। আমরা কোন দেশ থেকে উড়ে এসে জুড়ে বসিনি। আমরা সরকারের কাছে দাবি করছি, আমাদের ৮ দফা দাবীসহ অন্যান্য ন্যায্য অধিকারগুলো দ্রুত বাস্তবায়ন করুন। যাতে আমরা এই মাটির প্রকৃত ভূমিপুত্রের অধিকারগুলো নিয়ে বাঁচতে পারি বলে মাদারীপুরের হিন্দু নেতৃবৃন্দ তাদের বক্তব্যে তুলে ধরেন।
শনিবার বিকেলে মাদারীপুর শহরের শকুনী লেকের শহীদ কানন চত্বরে ‘সংখ্যালঘু অস্তিত্ব রক্ষায় ৮ দফা বাস্তবায়নের দাবী’তে মিছিল শেষে গণসমাবেশে বক্তারা এসব কথা তুলে ধরেন। মাদারীপুর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য জোট ও স্থানীয় অন্যান্য সনাতনী সংগঠনের নেতাকর্মী ও সনাতনীরা সমাবেশ অংশগ্রহণ করেন।
মাদারীপুর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বিদ্যুৎ কান্তি বাড়ৈর সঞ্চালনা ও সভাপতি শ্যামল কৃষ্ণ দে’র সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন মাদারীপুর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রাক্তন অধ্যক্ষ হিতেন চন্দ্র মন্ডল, হরিপদ দাস, সাধারণ সম্পাদক এডভোকেট বিমল বাড়ৈ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণতোষ মন্ডল, সহ-সভাপতি নারায়ন চন্দ্র শীল, বাংলাদেশ হিন্দু মহাজোট সভাপতি নন্দদুলাল সাহাসহ জেলার বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা অবিলম্বে চট্টগ্রামে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের প্রধান সমন্বয়ক চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ যেসকল সাধু সন্তুদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে তা প্রত্যাহারের দাবী করেন।