গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় গতকাল রোববার তুসুকা গ্রুপের ছয়টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই দাবিতে আজ এম এম নীটওয়্যার নামক কারখানার সকল সেকশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
কারখানা কর্তৃপক্ষ নোটিশে উল্লেখ করেন, গতকাল রবিবার দুপুর ২ টা ৩০ মিনিট হতে কারখানার শ্রমিকরা অযৌক্তিক দাবিতে বেআইনিভাবে কাজ বন্ধ রাখে এবং পরবর্তীতে তারা কারখানা থেকে বের হয়ে মেইন গেটে এসে আক্রমণ করে এবং কারখানার অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে। তাদের আনিত দাবি সমূহের মধ্যে বেশ কিছু দাবি কারখানার কর্তৃপক্ষ মেনে নিয়ে তাদের কাজে যোগদান করার জন্য বারবার অনুরোধ করে। শ্রমিকরা দাবি উত্থাপন করে কাজে যোগদান করা থেকে বিরত থাকে এছাড়াও কারখানার অভ্যন্তরে উশৃংখল ভাবে ভয় ভীতি প্রদর্শন মারামারি ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করে। শ্রমিকদের এই কার্যকলাপ বাংলাদেশ শ্রম আইন ২০০৬ মোতাবেক অবৈধ ধর্মঘটের শামিল। এমতাবস্থায় কারখানার কর্তৃপক্ষ বাধ্য হয়ে কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের নিরাপত্তা ও কারখানার সম্পত্তি ও জানমাল রক্ষার স্বার্থে আজ সোমবার সকাল ৮ ঘটিকা হইতে সকল কার্যক্রম অনিদৃষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলো পরবর্তীতে কারখানা খোলার অনুকূল পরিবেশ সৃষ্টি হলে কারখানা খোলার তারিখ নোটিশের মাধ্যমে জানিয়ে দেয়া হবে বলে নোটিশ দেন।
এ বিষয়ে এম এম নীট ওয়্যার এর এজিএম এডমিন মনোয়ার হোসেন সাংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের কারখানা কোন শ্রমিকের বেতন বকেয়া নেই আমরা প্রতি মাসের সাত কর্ম দিবসের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ করে থাকি। শ্রমিকদের ন্যায্য দাবির বেশিরভাগই মানা হয়েছে তারপরেও গতকাল থেকে তারা আবার তাদের দাবি-দাওয়া বৃদ্ধি করায় আমরা কারখানা চালাতে পারছি না। এমতাবস্থায় কারখানার পরিবেশ এবং শ্রমিকদের নিরাপত্তার কথা চিন্তা করে আমাদের কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দিয়েছি।
গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু তালেব সংবাদকে জানান, শ্রমিকদের বেশ কিছু দাবি আছে সেই দাবি গুলো নিয়ে আমরা কথা বলছি মালিক পক্ষের সাথে এই মুহূর্তে বিসিকের ভিতরে ছোটখাটো কয়েকটি কারখানায় কাজ বন্ধ রেখে শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। এম এম মিতুয়ার কারখানা শ্রমিকদের দাবির মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন।
তবে কোন কারখানায় বিক্ষোভ নেই বলেও জানান তিনি।
সোমবার, ০৪ নভেম্বর ২০২৪
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় গতকাল রোববার তুসুকা গ্রুপের ছয়টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই দাবিতে আজ এম এম নীটওয়্যার নামক কারখানার সকল সেকশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
কারখানা কর্তৃপক্ষ নোটিশে উল্লেখ করেন, গতকাল রবিবার দুপুর ২ টা ৩০ মিনিট হতে কারখানার শ্রমিকরা অযৌক্তিক দাবিতে বেআইনিভাবে কাজ বন্ধ রাখে এবং পরবর্তীতে তারা কারখানা থেকে বের হয়ে মেইন গেটে এসে আক্রমণ করে এবং কারখানার অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে। তাদের আনিত দাবি সমূহের মধ্যে বেশ কিছু দাবি কারখানার কর্তৃপক্ষ মেনে নিয়ে তাদের কাজে যোগদান করার জন্য বারবার অনুরোধ করে। শ্রমিকরা দাবি উত্থাপন করে কাজে যোগদান করা থেকে বিরত থাকে এছাড়াও কারখানার অভ্যন্তরে উশৃংখল ভাবে ভয় ভীতি প্রদর্শন মারামারি ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করে। শ্রমিকদের এই কার্যকলাপ বাংলাদেশ শ্রম আইন ২০০৬ মোতাবেক অবৈধ ধর্মঘটের শামিল। এমতাবস্থায় কারখানার কর্তৃপক্ষ বাধ্য হয়ে কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের নিরাপত্তা ও কারখানার সম্পত্তি ও জানমাল রক্ষার স্বার্থে আজ সোমবার সকাল ৮ ঘটিকা হইতে সকল কার্যক্রম অনিদৃষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলো পরবর্তীতে কারখানা খোলার অনুকূল পরিবেশ সৃষ্টি হলে কারখানা খোলার তারিখ নোটিশের মাধ্যমে জানিয়ে দেয়া হবে বলে নোটিশ দেন।
এ বিষয়ে এম এম নীট ওয়্যার এর এজিএম এডমিন মনোয়ার হোসেন সাংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের কারখানা কোন শ্রমিকের বেতন বকেয়া নেই আমরা প্রতি মাসের সাত কর্ম দিবসের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ করে থাকি। শ্রমিকদের ন্যায্য দাবির বেশিরভাগই মানা হয়েছে তারপরেও গতকাল থেকে তারা আবার তাদের দাবি-দাওয়া বৃদ্ধি করায় আমরা কারখানা চালাতে পারছি না। এমতাবস্থায় কারখানার পরিবেশ এবং শ্রমিকদের নিরাপত্তার কথা চিন্তা করে আমাদের কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দিয়েছি।
গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু তালেব সংবাদকে জানান, শ্রমিকদের বেশ কিছু দাবি আছে সেই দাবি গুলো নিয়ে আমরা কথা বলছি মালিক পক্ষের সাথে এই মুহূর্তে বিসিকের ভিতরে ছোটখাটো কয়েকটি কারখানায় কাজ বন্ধ রেখে শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। এম এম মিতুয়ার কারখানা শ্রমিকদের দাবির মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন।
তবে কোন কারখানায় বিক্ষোভ নেই বলেও জানান তিনি।