কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ রোডে মোটরসাইকেলে ট্রাক্টরের ধাক্কায় উপজেলা নির্বাচন অফিসের এক কর্মচারি নিহত হয়েছেন।
আজ রোববার (১৭ নভেম্বর) সকাল ১১টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের এসআই লক্ষ্মণ চন্দ্র বর্মণ।
নিহত মো. আব্দুর রহমান (৪০) উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের সাবেক রুমখাঁ আলী পাড়ার আব্দুল গফুরের ছেলে। তিনি টেকনাফ উপজেলা নির্বাচন কার্যালয়ের কম্পিউটার অপারেটর হিসাবে কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাতে এসআই লক্ষ্মণ বলেন, সকালে আব্দুর রহমান বাড়ি থেকে মোটরসাইকেলে টেকনাফ উপজেলা সদরে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে জাহাজপুরা এলাকায় পৌঁছালে কৃষি কাজে ব্যবহৃত ট্রাক্টরের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে তিনি মোটরসাইকেল থেকে সড়কের উপর ছিটকে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মৃতদেহটি উদ্ধার করে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রে রাখা হয়েছে।
টেকনাফ থানার ওসি গিয়াস উদ্দিন জানান, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
রোববার, ১৭ নভেম্বর ২০২৪
কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ রোডে মোটরসাইকেলে ট্রাক্টরের ধাক্কায় উপজেলা নির্বাচন অফিসের এক কর্মচারি নিহত হয়েছেন।
আজ রোববার (১৭ নভেম্বর) সকাল ১১টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের এসআই লক্ষ্মণ চন্দ্র বর্মণ।
নিহত মো. আব্দুর রহমান (৪০) উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের সাবেক রুমখাঁ আলী পাড়ার আব্দুল গফুরের ছেলে। তিনি টেকনাফ উপজেলা নির্বাচন কার্যালয়ের কম্পিউটার অপারেটর হিসাবে কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাতে এসআই লক্ষ্মণ বলেন, সকালে আব্দুর রহমান বাড়ি থেকে মোটরসাইকেলে টেকনাফ উপজেলা সদরে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে জাহাজপুরা এলাকায় পৌঁছালে কৃষি কাজে ব্যবহৃত ট্রাক্টরের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে তিনি মোটরসাইকেল থেকে সড়কের উপর ছিটকে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মৃতদেহটি উদ্ধার করে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রে রাখা হয়েছে।
টেকনাফ থানার ওসি গিয়াস উদ্দিন জানান, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।