ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের দেবীরচর বাজারে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। স্থানীয় থানার ওসি সিরাজুল ইসলাম জানান, সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষ ঘটে।
আহতদের মধ্যে কামাল ও শাওনকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, পরে তাঁদের ঢাকায় নেওয়া হয়। অন্য আটজনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার সূত্রপাত হয় দেবীরচর বাজারের দখল নিয়ে। সাবেক বিএনপি সাধারণ সম্পাদক কামাল সুইচ ও বিএনপি নেতা সিরাজ হাওলাদারের নেতৃত্বে প্রায় শতাধিক ব্যক্তি অস্ত্র নিয়ে শহিদুল্লাহ মেলকারের লোকজনের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন নেছারুল্লাহ, স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদক। তবে, কামাল সুইচ অভিযোগ অস্বীকার করে বলেন, শহিদুল্লাহ তার লোকজন নিয়ে বাজারের দখল নেওয়ার জন্য হামলা চালাচ্ছেন।
লালমোহন থানার ওসি জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে এবং পরবর্তী সহিংসতা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের দেবীরচর বাজারে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। স্থানীয় থানার ওসি সিরাজুল ইসলাম জানান, সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষ ঘটে।
আহতদের মধ্যে কামাল ও শাওনকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, পরে তাঁদের ঢাকায় নেওয়া হয়। অন্য আটজনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার সূত্রপাত হয় দেবীরচর বাজারের দখল নিয়ে। সাবেক বিএনপি সাধারণ সম্পাদক কামাল সুইচ ও বিএনপি নেতা সিরাজ হাওলাদারের নেতৃত্বে প্রায় শতাধিক ব্যক্তি অস্ত্র নিয়ে শহিদুল্লাহ মেলকারের লোকজনের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন নেছারুল্লাহ, স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদক। তবে, কামাল সুইচ অভিযোগ অস্বীকার করে বলেন, শহিদুল্লাহ তার লোকজন নিয়ে বাজারের দখল নেওয়ার জন্য হামলা চালাচ্ছেন।
লালমোহন থানার ওসি জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে এবং পরবর্তী সহিংসতা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।