image

মধ্যরাতে বাসে ‘মশার কয়েলের’ আগুন, প্রাণ গেল কিশোরের

শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
নিজস্ব বার্তা পরিবেশক

খুলনা নগরে পার্কিং করা একটি বাসে আগুন লেগে পরিবহনশ্রমিক এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত ২টার দিকে সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সোনাডাঙ্গা মডেল থানার ওসি শফিকুল ইসলাম।

নিহত মো. শরীফের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে। ১৬ বছরের ওই কিশোর বাসটির চালকের সহযোগী ছিল।

পরিবহনশ্রমিকরা জানান, ঢাকা-খুলনা রুটের সুন্দরবন পরিবহন নামের লোকাল বাসটি টার্মিনালের ভেতরে পার্কিং করা ছিল। গভীর রাতে হঠাৎ বাসের মধ্যে আগুন জ্বলতে দেখতে পান তারা। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা টার্মিনালে আসার আগেই বাসটি একেবারে পুড়ে যায়।

ওসি শফিকুল ইসলাম বলেন, “ধারণা করা হচ্ছে, মশার কয়েল জ্বালিয়ে বাসের মধ্যে ঘুমিয়ে ছিল শরীফ। সেই কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়। কিন্তু দরজা-জানালা বন্ধ থাকায় বাসটি থেকে আর বের হতে পারেনি সে।”

ওসি আরও বলেন, “ওই ঘটনার সঙ্গে নাশকতার কোনো সূত্র আছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।”

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি