image

ময়মনসিংহে মেঝেতে অন্তঃসত্ত্বা স্ত্রীর রক্তাক্ত, পাশে স্বামীর ঝুলন্ত লাশ

প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহের ভালুকায় একটি ঘরের মেঝে থেকে অন্তঃসত্ত্বা স্ত্রীর রক্তাক্ত এবং স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহে অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন স্বামী।

শুক্রবার রাতে উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাও গ্রাম থেকে এই দম্পতির লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার ওসি সামছুল হুদা খান।

নিহত রত্না বেগম (৩০) ওই গ্রামের মুক্তার হোসেনের মেয়ে। তার স্বামী কামরুল ইসলাম (৩৫) একই উপজেলার বর্তা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তাদের পাঁচ বছর বয়সী একটি ছেলে আছে।

নিহতদের স্বজনদের বরাতে ওসি জানান, স্ত্রী রত্নার দ্বিতীয় সন্তান প্রসবের সময় কাছাকাছি হওয়ায় তাকে নিয়ে শুক্রবার দুপুরে কামরুল নিজ বাড়ি থেকে শ্বশুর বাড়ি পালগাও আসে।

পরে রাতের খাবার শেষে তাদের প্রথম সন্তানকে নানীর কাছে রেখে স্বামী-স্ত্রী পাশের আলাদা একটি ঘরে ঘুমাতে যায়। কিন্তু রাত ১০টার দিকে ছেলেটি কান্না-কাটি শুরু করলে নানী মনোয়ারা বেগম ওই ঘরে গিয়ে ডাকাডাকি করেন।

“কিন্তু কেউ দরজা না খোলায় সন্দেহ হয়। পরে ঘরের দরজা ভেঙে মেঝেতে রত্নার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পাশেই গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় ছিল কামরুলের মরদেহ।”

পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের পাঠিয়েছে।

ওসি সামছুল হুদা খান আরও বলেন, পারিবারিক কলহের জের ধরে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্তে কাজ করছে পুলিশ।

‘সারাদেশ’ : আরও খবর

» চট্টগ্রামে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, গ্রেপ্তার ২

» গাজীপুরে ঝুট গোডাউনের আগুন ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

» গাজীপুরে এনসিপি নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

» রংপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, গ্রেপ্তার ২

» দিনভর ভোগান্তি: সরকারের আশ্বাসে এলপি গ্যাস ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

সম্প্রতি