image

মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়ের পাশে পড়ে আছে নারীর গুলিবিদ্ধ লাশ

প্রতিনিধি,মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে এক নারীর গুলিবিদ্ধ লাশ পড়ে আছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকেও মহাসড়কের সমসপুর এলাকার দোগাছি সার্ভিস সড়কে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। লাশের পাশে কয়েকটি গুলির খোসা পড়েছিল। ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে ওই নারীকে এক যুবকের সঙ্গে মহাসড়কের সার্ভিস লেনে হাঁটতে দেখেছেন পথচারীরা। এর কিছু সময় পর অন্য পথচারীরা ওই নারীর লাশ সড়কে পড়ে থাকতে দেখেন। ওই নারীর পিঠে একাধিক গুলির চিহ্ন ছিল। লাশের পাশে কয়েকটি গুলির খোসা পড়েছিল। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গুলিবিদ্ধ ওই নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। পিবিআইকে খবর দেওয়া হয়েছে। আশপাশের ফুটেজ সংগ্রহ করে ঘটনার রহস্য উদ্‌ঘাটনে কাজ শুরু হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» শেরপুরে সংঘর্ষের ঘটনায় ইউএনও ও ওসি প্রত্যাহার

» অনিয়ম-দুর্নীতির, ঘুষের কারিগর সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা প্রকৃত কৃষক বীজ পায় না

সম্প্রতি