উন্নয়ন প্রকল্পের ভিডিওতে শেখ হাসিনার ছবি, প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ

সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

চট্টগ্রামে উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) উন্নয়ন প্রকল্পের একটি ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শিত হওয়ায় উষ্মা প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা। এ ঘটনায় দায়িত্বে গাফিলতির অভিযোগে প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী আহমদ মঈনুদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার সিডিএর একটি মতবিনিময় সভায় এই ঘটনা ঘটে। সভায় চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের একটি প্রকল্পের তথ্যচিত্র প্রদর্শনের সময় ভিডিওতে শেখ হাসিনা ও সিডিএর সাবেক এক চেয়ারম্যানের ছবি দেখা যায়। সভায় উপস্থিত উপদেষ্টা ও অন্যান্য কর্মকর্তারা বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

মতবিনিময় সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান, ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ, সচিব হামিদুর রহমান খান, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন এবং সিডিএর চেয়ারম্যান নুরুল করিম উপস্থিত ছিলেন।

সিডিএর এক প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে জানান, ভুলবশত পুরোনো একটি ভিডিও চালু হয়েছিল। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে ভিডিওটি বন্ধ করা হয় এবং পরে সংশোধিত ভিডিও দেখানো হয়।

সিডিএর সচিব রবীন্দ্র চাকমা জানিয়েছেন, দায়িত্বে অবহেলার অভিযোগে প্রকল্প পরিচালক আহমদ মঈনুদ্দীনকে ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনায় সিডিএর অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও ভিডিও প্রদর্শনের বিষয়ে আরও সতর্কতার প্রয়োজনীয়তা উঠে এসেছে।

‘সারাদেশ’ : আরও খবর

» সিলেটে চোরাই হওয়া ৪২২টি মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ৪

» মহেশখালীতে যৌথ অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

» চৌগাছায় নিখোঁজ পুলিশ সদস্যের অর্ধগলিত লাশ পঞ্চগড় থেকে উদ্ধার

» হাদি হত্যা: ঝিনাইদহে আওয়ামী লীগের ২ নেতার বাড়িতে হামলা, অগ্নিসংযোগ

» জমি-জমার বিরোধসহ তিন-চারটি বিষয়কে গুরুত্ব দিয়ে তদন্তে নেমেছে পুলিশ

» শওকত মাহমুদ রিমান্ড শেষে কারাগারে

» হাদি হত্যার প্রতিবাদে জামালপুরে রেলপথ ও সড়ক অবরোধ

সম্প্রতি