image

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের গাড়িতে হামলা, আহত ২

সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রবিবার রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া এলাকায় এই হামলা হয়। হামলাকারীরা গাড়ির কাঁচ ভেঙে মোবাইল ফোন, টাকা এবং ব্যাগ ছিনিয়ে নেয়। এ ঘটনায় দুই ছাত্রনেতা আহত হয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে জানান, ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে এই হামলার ঘটনা ঘটে। তিনি দোষীদের শাস্তির দাবি জানান।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহেদ মোর্শেদ জানান, শীতের কুয়াশার কারণে গাড়িটি ধীরগতিতে চলছিল। তখন অস্ত্রধারী একদল ব্যক্তি গাড়ি থামিয়ে হামলা চালায় এবং মূল্যবান সামগ্রী লুট করে।

হামলার সময় গাড়িতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যসচিব আরিফ সোহেল, সদস্য রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, মাহমুদা সুলতানা রিমি, রাকিব মোহাম্মদ, মুঈনুল ইসলাম, ইব্রাহিম নীরব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসমিন মিতু এবং ছাত্রনেতা মিশু আলী ছিলেন। আহতদের মধ্যে রয়েছেন রাকিব মোহাম্মদ ও মাহমুদা সুলতানা।

সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা জানান, তারা লামায় একটি স্মরণসভা ও মতবিনিময়ে অংশ নিতে যাচ্ছিলেন।

ঘটনাস্থলে দ্রুত পুলিশ পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা নেয় এবং ছিনতাইকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে বলে জানান সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী।

‘সারাদেশ’ : আরও খবর

» লালমোহনে ইয়াবাসহ আটক ১

সম্প্রতি