গাজীপুরের শিববাড়ী থেকে বিমানবন্দর পর্যন্ত বিআরটি প্রকল্পের আংশিক বাস সার্ভিস আজ রোববার পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। বিজয় দিবস সামনে রেখে ১০টি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস দিয়ে এই সেবা শুরু হলো।
আজ সকাল ৮টায় গাজীপুরের শিববাড়ী থেকে এই সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “কাজ শেষ না হলেও মানুষের চলাচলের সুবিধার জন্যই এটি চালু করা হয়েছে। বিআরটি প্রকল্পটি দীর্ঘদিন ধরে সমস্যাগ্রস্ত। অনেকবার সময় বাড়িয়েও কাজ শেষ হয়নি।” তিনি জানান, কাজের অগ্রগতি নিশ্চিত করতে মন্ত্রণালয় তত্ত্বাবধানে বাকি কাজ সম্পন্ন করা হবে।
বিআরটি প্রকল্পের আওতায় শিববাড়ী থেকে বিমানবন্দর পর্যন্ত ২০ দশমিক ৫ কিলোমিটার রুটে এবং বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত ২২ কিলোমিটার রুটে এই বাস চলবে। শিববাড়ী থেকে বিমানবন্দর এবং বিমানবন্দর থেকে গুলিস্তান—প্রতিটি রুটের ভাড়া ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। শিববাড়ী থেকে গুলিস্তান পর্যন্ত যাতায়াতের ভাড়া ১৪০ টাকা।
বিআরটি লেনে আপাতত বিআরটিসির ১০টি বাস চলাচল করবে। তবে লেনগুলোতে বাস ছাড়াও কার ও মাইক্রোবাস চলাচলের অনুমতি দেওয়া হয়েছে, যাতে অন্যান্য লেনে যানজট কমানো যায়।
উল্লেখ্য, ২০১১ সালে শুরু হওয়া এই প্রকল্পের উদ্দেশ্য ছিল চার বছরের মধ্যে আধুনিক বাস সার্ভিস চালু করা। প্রকল্পের লক্ষ্য ছিল ঘণ্টায় ২০ হাজার যাত্রী পরিবহন করা। এক যুগ পর অবশেষে আংশিকভাবে চালু হলো এই সেবা।
রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪
গাজীপুরের শিববাড়ী থেকে বিমানবন্দর পর্যন্ত বিআরটি প্রকল্পের আংশিক বাস সার্ভিস আজ রোববার পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। বিজয় দিবস সামনে রেখে ১০টি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস দিয়ে এই সেবা শুরু হলো।
আজ সকাল ৮টায় গাজীপুরের শিববাড়ী থেকে এই সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “কাজ শেষ না হলেও মানুষের চলাচলের সুবিধার জন্যই এটি চালু করা হয়েছে। বিআরটি প্রকল্পটি দীর্ঘদিন ধরে সমস্যাগ্রস্ত। অনেকবার সময় বাড়িয়েও কাজ শেষ হয়নি।” তিনি জানান, কাজের অগ্রগতি নিশ্চিত করতে মন্ত্রণালয় তত্ত্বাবধানে বাকি কাজ সম্পন্ন করা হবে।
বিআরটি প্রকল্পের আওতায় শিববাড়ী থেকে বিমানবন্দর পর্যন্ত ২০ দশমিক ৫ কিলোমিটার রুটে এবং বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত ২২ কিলোমিটার রুটে এই বাস চলবে। শিববাড়ী থেকে বিমানবন্দর এবং বিমানবন্দর থেকে গুলিস্তান—প্রতিটি রুটের ভাড়া ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। শিববাড়ী থেকে গুলিস্তান পর্যন্ত যাতায়াতের ভাড়া ১৪০ টাকা।
বিআরটি লেনে আপাতত বিআরটিসির ১০টি বাস চলাচল করবে। তবে লেনগুলোতে বাস ছাড়াও কার ও মাইক্রোবাস চলাচলের অনুমতি দেওয়া হয়েছে, যাতে অন্যান্য লেনে যানজট কমানো যায়।
উল্লেখ্য, ২০১১ সালে শুরু হওয়া এই প্রকল্পের উদ্দেশ্য ছিল চার বছরের মধ্যে আধুনিক বাস সার্ভিস চালু করা। প্রকল্পের লক্ষ্য ছিল ঘণ্টায় ২০ হাজার যাত্রী পরিবহন করা। এক যুগ পর অবশেষে আংশিকভাবে চালু হলো এই সেবা।