বকেয়া বেতনের দাবিতে রেলওয়ের
রেল বিভাগের অস্থায়ী রেল শ্রমিকরা তাদের বকেয়া বেতন দেয়ার দাবিতে গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এফডিসি রেলক্রসিং অবরোধ করেছে। অবরোধের কারনে তাৎক্ষণিক ভাবে কমলাপুরের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রেন যাত্রীরা দুর্ভোগের কবলে পড়েন। পরে প্রায় ২ ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করলে ট্রেন চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
কমলাপুর রেলওয়ের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, রেলওয়ের অস্থায়ী কর্মচারীদের ৩ থেকে ৪ মাসের বেতন বকেয়া রয়েছে। বকেয়া বেতনের দাবিতে তারা সকাল পৌনে ১১টা থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত এফডিসি রেল ক্রসিংয়ে ব্যানার নিয়ে অবরোধ করে।
অবরোধ থেকে তারা অবিলম্বে তাদের বকেয়া বেতনের দাবি জানিয়েছেন। এ সময় কয়েকটি ট্রেন চলাচলে সাময়িক ভাবে বিঘ্ন ঘটছে। পরে প্রায় ২ ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
অবরোধকারী অস্থায়ী রেল শ্রমিকরা উপস্থিত সাংবাদিকদেরকে জানিয়েছেন, তারা ৪ থেকে ৫ মাস ধরে বকেয়া বেতন পাচ্ছে না। বেতনের জন্য তারা উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা শুধূ আশ্বাস দিয়েছেন। কিন্তু বেতন দেয়নি। এরই প্রতিবাদে গতকাল তারা রেল পথ অবরোধ করেছেন।
রেল শ্রমিকদের দাবি প্রতি মাসের ১০ তারিখের মধ্যে তাদের বেতন পরিশোধ করতে হবে। তাদের চাকুরী স্থায়ী করতে হবে। তারা ২০২২ সাল থেকে এই দাবি জানিয়ে আসছেন।
রেলওয়ের গেটম্যানসহ বিভিন্ন পদ মর্যাদার অস্থায়ী শ্রমিক রয়েছে। তাদের রেল পথ অবরোধের কারনে কমলাপুর থেকে বেশ কয়েকটি ট্রেন দেরিতে ছেড়ে গেছে। এর মধ্যে সকাল সাড়ে ১১টার ট্রেন ছেড়েছে বিকেল ৩টার পরে। এই ভাবে বেশ কয়েকটি ট্রেন বিলম্বে ছেড়েছে।
আবার কমলাপুর মুখী ট্রেন পথে পথে আটকা পড়েছিল। রেলপথ অবরোধের কারনে কমলাপুর রেল স্ট্রেশনে যাত্রীদের দুর্ভোগ ও চাপ বেড়েছিল। এ সময় ট্রেনে থাকা যাত্রীরা ট্রেনে অপেক্ষা করেছে। ট্রেন ছাড়লে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরেছে।
এ ব্যাপারে কমলাপুর রেল পুলিশের ওসির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন,রেল ক্রসিংয়ে ঝামেলা হয়েছে শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
বকেয়া বেতনের দাবিতে রেলওয়ের
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
রেল বিভাগের অস্থায়ী রেল শ্রমিকরা তাদের বকেয়া বেতন দেয়ার দাবিতে গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এফডিসি রেলক্রসিং অবরোধ করেছে। অবরোধের কারনে তাৎক্ষণিক ভাবে কমলাপুরের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রেন যাত্রীরা দুর্ভোগের কবলে পড়েন। পরে প্রায় ২ ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করলে ট্রেন চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
কমলাপুর রেলওয়ের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, রেলওয়ের অস্থায়ী কর্মচারীদের ৩ থেকে ৪ মাসের বেতন বকেয়া রয়েছে। বকেয়া বেতনের দাবিতে তারা সকাল পৌনে ১১টা থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত এফডিসি রেল ক্রসিংয়ে ব্যানার নিয়ে অবরোধ করে।
অবরোধ থেকে তারা অবিলম্বে তাদের বকেয়া বেতনের দাবি জানিয়েছেন। এ সময় কয়েকটি ট্রেন চলাচলে সাময়িক ভাবে বিঘ্ন ঘটছে। পরে প্রায় ২ ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
অবরোধকারী অস্থায়ী রেল শ্রমিকরা উপস্থিত সাংবাদিকদেরকে জানিয়েছেন, তারা ৪ থেকে ৫ মাস ধরে বকেয়া বেতন পাচ্ছে না। বেতনের জন্য তারা উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা শুধূ আশ্বাস দিয়েছেন। কিন্তু বেতন দেয়নি। এরই প্রতিবাদে গতকাল তারা রেল পথ অবরোধ করেছেন।
রেল শ্রমিকদের দাবি প্রতি মাসের ১০ তারিখের মধ্যে তাদের বেতন পরিশোধ করতে হবে। তাদের চাকুরী স্থায়ী করতে হবে। তারা ২০২২ সাল থেকে এই দাবি জানিয়ে আসছেন।
রেলওয়ের গেটম্যানসহ বিভিন্ন পদ মর্যাদার অস্থায়ী শ্রমিক রয়েছে। তাদের রেল পথ অবরোধের কারনে কমলাপুর থেকে বেশ কয়েকটি ট্রেন দেরিতে ছেড়ে গেছে। এর মধ্যে সকাল সাড়ে ১১টার ট্রেন ছেড়েছে বিকেল ৩টার পরে। এই ভাবে বেশ কয়েকটি ট্রেন বিলম্বে ছেড়েছে।
আবার কমলাপুর মুখী ট্রেন পথে পথে আটকা পড়েছিল। রেলপথ অবরোধের কারনে কমলাপুর রেল স্ট্রেশনে যাত্রীদের দুর্ভোগ ও চাপ বেড়েছিল। এ সময় ট্রেনে থাকা যাত্রীরা ট্রেনে অপেক্ষা করেছে। ট্রেন ছাড়লে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরেছে।
এ ব্যাপারে কমলাপুর রেল পুলিশের ওসির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন,রেল ক্রসিংয়ে ঝামেলা হয়েছে শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।