image

ভোলায় বিদ্যালয়ের মাঠ থেকে শর্টগান উদ্ধার

জেলা বার্তা পরিবেশক,ভোলা

ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে লালমোহন থানার অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আখতার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে লালমোহন থানা পুলিশের সদস্যরা বৃহস্পতিবার রাতে উপজেলার মধ্যকালমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় শটগানটি উদ্ধার করে। তিনি বলেন, শটগানের প্রকৃত মালিককে খোঁজার চেষ্টা চলছে। এছাড়াও সম্প্রতি পুলিশের কিছু অস্ত্রশস্ত্রও লুট হয়েছে। এই শটগানটি লুট হওয়া সেসব অস্ত্রের মধ্যে একটি কিনা তা জানতে পুলিশের বিভিন্ন ইউনিটে বার্তা পাঠানো হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২৫

» ২০২৫ সালে সড়কে মৃত্যুর ৩৬% মোটরসাইকেল দুর্ঘটনা

সম্প্রতি