মুন্সীগঞ্জের ধলেশ্বরী-শীতলক্ষ্যা মোহনা থেকে এমভি বি জামান-১ নামের একটি জাহাজ ছিনতাই করে ৩ লাখ ৬৫ হাজার লিটার ফার্নেস অয়েল লুট করেছে জলদস্যুরা।
শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ থেকে গাজীপুরে যাওয়ার পথে চর মুক্তারপুরের কাছে এ ঘটনা ঘটে।
জাহাজের মালিক পক্ষ কিং ফিশার শিপিংয়ের ম্যানেজার ফজল আহম্মেদ বলেন, “সকালে জাহাজের সঙ্গে যোগাযোগ করতে না পেরে আমরা বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাই। পরে মোবাইল ট্র্যাক করে মেঘনা সেতুর কাছে জাহাজের অবস্থান শনাক্ত করা হয়।”
জাহাজের মাস্টার সাইজুল ইসলাম বলেন, “প্রথমে মুখোশ পরা ছয়জন ডাকাত জাহাজে উঠে। তাদের কাছে বড় বড় রাম দাসহ নানা অস্ত্র ছিল। তারা আমাদের জিম্মি করে ইঞ্জিন কক্ষে আটকে রাখে এবং ফার্নেস অয়েল লুট করে নিয়ে যায়। আমরা ডাকাতদের মুখে ‘ডালিম’ নামটি শুনেছি।”
মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান বলেন, “জাহাজটি মেঘনা সেতুর কাছে পাওয়া গেছে। জলদস্যুদের ধরতে অভিযান চলছে। তবে লুট হওয়া ফার্নেস অয়েলের অবস্থান এখনও নিশ্চিত হওয়া যায়নি।”
লুট হওয়া ফার্নেস অয়েলের বাজার মূল্য প্রায় ৩ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকা। এ তেল সামিট গ্রুপের মালিকানাধীন।
বিজ্ঞান ও প্রযুক্তি: বাজারে গিগাবাইটের নতুন মাদারবোর্ড এক্স৮৭০ইঅ্যারো এক্স থ্রিডি উড
বিজ্ঞান ও প্রযুক্তি: ভিভো এক্স৩০০ প্রো’তে প্রফেশনাল ফটোগ্রাফি
আন্তর্জাতিক: গাজায় শুধু এক ভবনের ধ্বংসস্তূপে মিলল ৪৫ মরদেহ
অর্থ-বাণিজ্য: অর্ধেকের বেশি খেলাপি ঋণ ১৭ ব্যাংকে