কুমিল্লায় একটি বিদেশী পিস্তলসহ শাহ নেওয়াজ (২৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) ভোর রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার চান্দুল এলাকা থেকে র্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করে। গেপ্তার শাহ নেওয়াজ কক্সবাজারের টেকনাফ থানার গাজীপাড়া গ্রামের আবদুল আমিনের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার উপ-পরিচালক লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রামের চান্দুল এলাকায় অভিযান পরিচালনা করে শাহ নেওয়াজকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার নিকট হতে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত শাহ নেওয়াজ দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধ সংঘটিত করে আসছিল। তার বিরুদ্ধে টেকনাফ থানায় একটি হত্যা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা রয়েছে। চৌদ্দগ্রাম থানার ওসি এ টি এম আক্তার-উজ জামান জানান, গ্রেপ্তারকৃত শাহ নেওয়াজকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
কুমিল্লায় একটি বিদেশী পিস্তলসহ শাহ নেওয়াজ (২৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) ভোর রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার চান্দুল এলাকা থেকে র্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করে। গেপ্তার শাহ নেওয়াজ কক্সবাজারের টেকনাফ থানার গাজীপাড়া গ্রামের আবদুল আমিনের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার উপ-পরিচালক লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রামের চান্দুল এলাকায় অভিযান পরিচালনা করে শাহ নেওয়াজকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার নিকট হতে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত শাহ নেওয়াজ দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধ সংঘটিত করে আসছিল। তার বিরুদ্ধে টেকনাফ থানায় একটি হত্যা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা রয়েছে। চৌদ্দগ্রাম থানার ওসি এ টি এম আক্তার-উজ জামান জানান, গ্রেপ্তারকৃত শাহ নেওয়াজকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।