ফরিদপুরের নগরকান্দায় কবরস্থানের জায়গা নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার তালমা ইউনিয়নের দক্ষিণ বিলনালিয়া গ্রামের মালেকের মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকান ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, দক্ষিণ বিলনালিয়া গ্রামের ছেকেন মাতুব্বর ও হুমায়ুন মাতুব্বরদের পারিবারিক কবরস্থানের জায়গা। শনিবার সকালে জোরপূর্বক দখল করতে যায় দক্ষিণ বিলনালিয়া গ্রামের আলেম মাতুব্বর ও তার ছেলে বকুল মাতুব্বর, উজ্জল মাতুব্বর এবং তাদের সমর্থকরা।
ছেকেন মাতুব্বর ও হুমায়ুন মাতুব্বর এতে বাধা দিতে গেলে দেশিয় অস্ত্র ঢাল সরকি রামদা বল্লম ইট-পাটকেল নিয়ে হামলা চালায় আলেম মাতুব্বর, বকুল মাতুব্বর ও উজ্জল মাতুব্বর এবং তাদের লোকজন। এ ঘটনার পর দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুইপক্ষের মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়।
নগরকান্দা থানার ওসি মো. সফর আলী বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে’।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা