রাজবাড়ীর কালুখালীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসচালক নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১১টায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালিবাড়ি গড়িয়ানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি গোল্ডেন লাইন পরিবহনের বাসচালক বাচ্চু শেখ। আহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের বাসটি উত্তরবঙ্গগামী ছিল। কালিবাড়ি এলাকায় বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়, এতে দুই বাসের চালকসহ ১২ জন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাজবাড়ী ও কালুখালী হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বাসচালক মারা যান। অন্য চালকের অবস্থাও আশঙ্কাজনক।
পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওভারটেকিংয়ের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা