গাজীপুরে ডিবি পুলিশ পরিচয়ে প্রাণ-আরএফএল গ্রুপের একটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ৫৫ লাখ ৪০ হাজার টাকা লুট করেছে বলে দাবি করেছেন প্রাণ গ্রুপের এক কর্মকর্তা। এ ঘটনায় গাড়িতে থাকা এক কর্মকর্তা আহত হয়েছেন।
ঘটনাটি সোমবার দুপুর সোয়া ২টার দিকে নগরের রাজেন্দ্রপুর এলাকায় ঘটেছে বলে গাজীপুর সদর থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান নিশ্চিত করেছেন।
প্রাণ-আরএফএল গ্রুপের ক্রেডিট রিয়ালাইজেশন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন জানান, গাজীপুরের বিকে বাড়ি এলাকায় প্রতিষ্ঠানের ডিপো থেকে নোয়া মাইক্রোবাসে করে তিনি টাকা নিয়ে ঢাকার বাড্ডায় প্রধান কার্যালয়ে যাচ্ছিলেন।
হেলাল উদ্দিন বলেন, “রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছালে ডিবি পুলিশের পোশাক পরা দুই ব্যক্তি আমাদের গাড়ি থামায়। তাদের সঙ্গে সাদা পোশাকে আরও আট-দশজন ছিলেন। তারা জাল টাকার অভিযোগে এবং আমাদের নামে মামলা রয়েছে দাবি করে মারধর শুরু করেন।”
ডাকাতরা গাড়ির চাবি ছিনিয়ে নিয়ে চালক মুজিবুর রহমান এবং হেলাল উদ্দিনকে মারধর করে। এরপর তাদের চোখ-মুখ বেঁধে হাতকড়া পরিয়ে নিজেদের গাড়িতে তুলে নেয়।
বেলা সোয়া ৩টার দিকে গাজীপুর নগরের বাসন থানার নাওজোড় কড্ডা ব্রিজের কাছে তাদের ফেলে দিয়ে টাকার বস্তা নিয়ে পালিয়ে যায়।
ডাকাতদের নিয়ে যাওয়া বস্তায় ৫৫ লাখ ৪০ হাজার টাকা ছিল বলে দাবি করেছেন হেলাল উদ্দিন।
গাজীপুর সদর থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান বলেন, “ভুক্তভোগীদের নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। আইনি প্রক্রিয়া চলছে।”
কোন থানায় মামলা হবে?
ঘটনাস্থল জয়দেবপুর থানা এবং গাজীপুর মহানগর পুলিশের সদর মেট্রোপলিটন থানার মধ্যবর্তী এলাকায় হওয়ায় মামলা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি।
জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম জানান, ঘটনাস্থল সদর মেট্রোপলিটন থানার আওতায় হওয়ায় তাদের মামলা নিতে বলা হয়েছে।
অন্যদিকে, সদর মেট্রোপলিটন থানার ওসি আরিফুল ইসলাম বলেন, “আমাদের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়ার পর মামলা নেওয়া হবে।”
ডাকাতদের হামলায় আহত হেলাল উদ্দিন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
অর্থ-বাণিজ্য: রিজার্ভ ফের ৩২ বিলিয়ন ডলার ছাড়ালো
অর্থ-বাণিজ্য: স্বর্ণের দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা
অপরাধ ও দুর্নীতি: সাবেক মন্ত্রী গাজীসহ ৮জনের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা