কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ শাকের আহমদ (৬৫) কে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার হোয়াইক্যং ইউনিয়নেট পাহাড়ি এলাকায় তাঁকে ছেড়ে দেয়া হয়। অপহৃত মোহাম্মদ শাকের আহমদ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজার এলাকার বাসিন্দা।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে শাকের আহমদের পুত্র মোহাম্মদ আব্দুল্লাহ এ তথ্য জানিয়ে বলেন, গত সোমবার ভোরে বাবা স্থানীয় মসজিদে নামাজ আদায় করতে যান। নামাজ শেষ হলেও বাড়ি না ফেরায় আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি। কিন্তু তাঁর সন্ধান পাওয়া যায়নি।
একপর্যায়ে রাতে মায়ের মোবাইল ফোনে এক ব্যক্তি ফোন করে অপহরণের কথা জানিয়ে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে রাতে মা হাসিনা বেগম বাদী হয়ে টেকনাফ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, পুলিশ খবর পেয়ে অপহৃতকে উদ্ধারে অভিযান শুরু করে। সেই অভিযানের মুখে গতকাল মঙ্গলবার সন্ধ্যাশ দুর্বৃত্তরা তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয়।
ভুক্তভোগী এখন নিজের বাড়িতে অবস্থান করছেন। তিনি আরও বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে অপহরণের শিকার বৃদ্ধকে ঘটনার ব্যাপারে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে।
কক্সবাজার পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্যমতে, গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৯৩ জনের অপহরণের ঘটনা ঘটেছে।
অর্থ-বাণিজ্য: সূচক বাড়লেও কমেছে লেনদেন
অর্থ-বাণিজ্য: কেএফসি’র মেন্যুতে নতুন সংযোজন: বক্স মাস্টার
অর্থ-বাণিজ্য: রপ্তানিতে নগদ সহায়তা আরও ছয় মাস একই থাকছে
অর্থ-বাণিজ্য: সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা ২০২৬ জারি
অর্থ-বাণিজ্য: আইপিওতে লটারি ব্যবস্থা আবারও ফিরছে
আন্তর্জাতিক: সৌদি-পাকিস্তান-তুরস্ক মিলে গঠিত হচ্ছে ‘ইসলামিক নেটো’