alt

সারাদেশ

স্যালাইনে রক্ত মিশিয়ে বিক্রি ও মাদকাসক্তদের রক্ত ব্যবহার, চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু

ময়মনসিংহে ব্লাড ব্যাংক থেকে রক্ত চুরি, ধরা পড়ল চক্রের দুই সদস্য

সংবাদ অনলাইন রিপোর্ট : রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে রক্ত চুরির সময় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার বিকেলে ধরা পড়া এই দুই ব্যক্তি একটি চক্রের সঙ্গে জড়িত। পুলিশ বলছে, এই চক্র বিভিন্ন হাসপাতাল থেকে রক্ত চুরি করে, স্যালাইনের সঙ্গে মিশিয়ে তা তিন গুণ করে বিক্রি করে।

আটক ব্যক্তিরা হলেন মো. নাঈম খান (৩৮) এবং মো. আবদুল্লাহ ওরফে তুষার চন্দ্র দে (২২)। নাঈম খান তারাকান্দা উপজেলার গোয়াইলকান্দি গ্রামের আবদুর রহমান খানের ছেলে, আর তুষার চন্দ্র দে আকুয়া মোড়ল বাড়ি এলাকার মিন্টু চন্দ্র দের ছেলে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সেলিম মিয়া তাদের বিরুদ্ধে শনিবার রাতে মামলা করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, আটক দুই ব্যক্তি মাদকাসক্তদের কাছ থেকেও রক্ত সংগ্রহ করে তা বিক্রি করত। এ ছাড়া ভুয়া ব্লাড ব্যাংকের নামে এই রক্ত বাজারজাত করত।

চক্রটি হাসপাতাল ও ক্লিনিকের ভেতরে ঢুকে অবৈধভাবে রক্ত চুরি করত। তারা রক্ত সংগ্রহের সঠিক পদ্ধতি অনুসরণ না করায় রোগীদের মধ্যে মারাত্মক রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকত। ওসি জানান, চক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয় এবং নগরের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালের সঙ্গে তাদের যোগসাজশ রয়েছে।

ময়মনসিংহে চারটি অনুমোদিত ব্লাড ব্যাংক রয়েছে। এগুলো হলো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংক, কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংক, ময়মনসিংহ ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টার এবং নিরাপদ ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস সেন্টার। তবে, শহরে বেশ কিছু ভুয়া ব্লাড ব্যাংক সক্রিয়, যেগুলোর ঠিকানা ও কার্যক্রম বাস্তবে অস্তিত্বহীন।

সিভিল সার্জনের কার্যালয়ের তথ্যমতে, এই ভুয়া ব্লাড ব্যাংকগুলো চরপাড়া ও মাসদাকান্দা এলাকার ঠিকানা ব্যবহার করে। কিন্তু তাদের কার্যক্রমের কোনো সঠিক রেকর্ড নেই। সেগুলোতে অস্বাস্থ্যকর উপায়ে রক্ত মজুত করা হয় এবং রোগীদের কাছে বিক্রি করা হয়।

ময়মনসিংহের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ফয়সল আহমেদ জানান, অনুমোদনহীন ব্লাড ব্যাংক থেকে রক্ত নেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে এইচআইভি, হেপাটাইটিস-বিসহ মরণঘাতী রোগ ছড়িয়ে পড়তে পারে। তিনি বলেন, “রোগী ভালো হওয়ার বদলে এসব রক্ত প্রয়োগে মারাত্মক পরিণতি হতে পারে। প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।”

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, একটি ব্যাগ রক্তের জন্য ২,২০০ টাকা নিলেও রোগীরা রক্ত পাচ্ছিল না। পরবর্তীতে বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তৎপর হলে এই চক্রের দুই সদস্য ধরা পড়ে।

তিনি আরও জানান, “রক্ত বিনিময়ের ক্ষেত্রে সবার সতর্ক থাকা উচিত। অনুমোদিত ব্লাড ব্যাংক ছাড়া অন্য কোথাও থেকে রক্ত সংগ্রহ করা যাবে না।”

পুলিশ জানায়, চক্রের অন্য সদস্যদের ধরতে তদন্ত অব্যাহত রয়েছে। আটকদের কাছ থেকে ভুয়া ব্লাড ব্যাংকের কিছু রসিদ পাওয়া গেছে। এসব রসিদের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের সনাক্ত করার চেষ্টা চলছে।

ময়মনসিংহ ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম মুমিনুর রহমান জানান, দীর্ঘদিন ধরে অবৈধ ব্লাড ব্যাংকগুলো রোগীদের ক্ষতি করছে। প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় চক্রটি দিন দিন আরও বড় হচ্ছে।

এই ঘটনা প্রমাণ করে, রক্তের মতো সংবেদনশীল বিষয়ে সচেতনতা বাড়ানো এবং সঠিক তদারকি প্রয়োজন। অনুমোদিত ব্লাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহ করার বিষয়টি সবার জন্য বাধ্যতামূলক করা উচিত বলে বিশেষজ্ঞরা মত দেন।

ছবি

মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন গেল নেত্রকোণায়, সংযোগ হুক ভেঙে বগিগুলো রইল ব্রিজে

ছবি

দামুড়হুদার পথে প্রান্তে রাঙিয়ে তুলেছে লাল টুকটুকে কৃষ্ণচূড়া

ছবি

বিলুপ্তির পথে ৩০০ বছরের পুরনো রমজান মিয়া মসজিদ

ছবি

ঘোড়ায় চড়ে কনের বাড়িতে বর, উৎসুক জনতার ভিড়

ছবি

বিদ্যুৎস্পৃষ্টে লজ্জাবতী বানর ও চশমা পরা হনুমানের মৃত্যু

ছবি

কালীগঞ্জে বিরতুল গ্রামের নারীরা দোলনা তৈরি করে স্বাবলম্বী

ছবি

খোয়াই নদীর চরে পৌরসভার ময়লা-আবর্জনার ভাগাড়

সংযোগ সড়কে ধস ৫ মাসেও নেই সংস্কারের উদ্যোগ

অগ্নিকাণ্ডে শ্রীনগর সদর বাজারের শতাধিক দোকান ছাই

জিপ গাড়ি খাদে পড়ে যুবক নিহত

নজ ঘর থেকে ৬ দিন পর পচা মরদেহ উদ্ধার

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, অভিযোগ করায় সহকর্মীকে মারধর

লাউকাঠী নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

চেতনানাশক খাইয়ে কিশোরীকে ধর্ষণ পল্লী চিকিৎসক গ্রেপ্তার

রামগড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ

৪৬ কোটি টাকার মাদক ধ্বংস

বজ্রপাতে কৃষক নিহত

ইটভাটার আগুনের তাপে পুড়ে গেছে শতাধিক বিঘা জমির ধান

মেঘনায় চাইসহ চায়না দুয়ারি জাল জব্দ

আম পাড়া নিয়ে সংঘর্ষ টেঁটাবিদ্ধসহ আহত ৮

কুড়িয়ে পাওয়া ২৭ লাখ টাকার ভাগ নিয়ে দ্বন্দ্ব, আটক ১

টঙ্গীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ছবি

ভবদহে ভূগর্ভস্থ পানি তুলে মাছ চাষ, বন্যার আশঙ্কা

মোহনগঞ্জে বজ্রপাতে ২ কৃষক নিহত

ছবি

লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্রকে নির্মম বেত্রাঘাত, শিক্ষক পলাতক

ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

মোংলায় ধর্ষক আটক

ছবি

মীরসরাইয়ে আমের ভালো ফলনে খুশি বাগানিরা

পাঁচ জেলায় গৃহবধূসহ ৫ হত্যা

শীতলক্ষ্যার বর্জ্যে মেঘনায় মাছের মড়ক

পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন, লক্ষাধিক টাকার ক্ষতি

টঙ্গীতে বকেয়া বেতন দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ছবি

মধুখালীতে বালুমহালের ইজারা বন্ধের আবেদন

কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ছবি

বাঘায় ইউপি সদস্যের এক হাজার পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার

tab

সারাদেশ

স্যালাইনে রক্ত মিশিয়ে বিক্রি ও মাদকাসক্তদের রক্ত ব্যবহার, চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু

ময়মনসিংহে ব্লাড ব্যাংক থেকে রক্ত চুরি, ধরা পড়ল চক্রের দুই সদস্য

সংবাদ অনলাইন রিপোর্ট

রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে রক্ত চুরির সময় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার বিকেলে ধরা পড়া এই দুই ব্যক্তি একটি চক্রের সঙ্গে জড়িত। পুলিশ বলছে, এই চক্র বিভিন্ন হাসপাতাল থেকে রক্ত চুরি করে, স্যালাইনের সঙ্গে মিশিয়ে তা তিন গুণ করে বিক্রি করে।

আটক ব্যক্তিরা হলেন মো. নাঈম খান (৩৮) এবং মো. আবদুল্লাহ ওরফে তুষার চন্দ্র দে (২২)। নাঈম খান তারাকান্দা উপজেলার গোয়াইলকান্দি গ্রামের আবদুর রহমান খানের ছেলে, আর তুষার চন্দ্র দে আকুয়া মোড়ল বাড়ি এলাকার মিন্টু চন্দ্র দের ছেলে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সেলিম মিয়া তাদের বিরুদ্ধে শনিবার রাতে মামলা করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, আটক দুই ব্যক্তি মাদকাসক্তদের কাছ থেকেও রক্ত সংগ্রহ করে তা বিক্রি করত। এ ছাড়া ভুয়া ব্লাড ব্যাংকের নামে এই রক্ত বাজারজাত করত।

চক্রটি হাসপাতাল ও ক্লিনিকের ভেতরে ঢুকে অবৈধভাবে রক্ত চুরি করত। তারা রক্ত সংগ্রহের সঠিক পদ্ধতি অনুসরণ না করায় রোগীদের মধ্যে মারাত্মক রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকত। ওসি জানান, চক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয় এবং নগরের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালের সঙ্গে তাদের যোগসাজশ রয়েছে।

ময়মনসিংহে চারটি অনুমোদিত ব্লাড ব্যাংক রয়েছে। এগুলো হলো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংক, কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংক, ময়মনসিংহ ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টার এবং নিরাপদ ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস সেন্টার। তবে, শহরে বেশ কিছু ভুয়া ব্লাড ব্যাংক সক্রিয়, যেগুলোর ঠিকানা ও কার্যক্রম বাস্তবে অস্তিত্বহীন।

সিভিল সার্জনের কার্যালয়ের তথ্যমতে, এই ভুয়া ব্লাড ব্যাংকগুলো চরপাড়া ও মাসদাকান্দা এলাকার ঠিকানা ব্যবহার করে। কিন্তু তাদের কার্যক্রমের কোনো সঠিক রেকর্ড নেই। সেগুলোতে অস্বাস্থ্যকর উপায়ে রক্ত মজুত করা হয় এবং রোগীদের কাছে বিক্রি করা হয়।

ময়মনসিংহের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ফয়সল আহমেদ জানান, অনুমোদনহীন ব্লাড ব্যাংক থেকে রক্ত নেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে এইচআইভি, হেপাটাইটিস-বিসহ মরণঘাতী রোগ ছড়িয়ে পড়তে পারে। তিনি বলেন, “রোগী ভালো হওয়ার বদলে এসব রক্ত প্রয়োগে মারাত্মক পরিণতি হতে পারে। প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।”

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, একটি ব্যাগ রক্তের জন্য ২,২০০ টাকা নিলেও রোগীরা রক্ত পাচ্ছিল না। পরবর্তীতে বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তৎপর হলে এই চক্রের দুই সদস্য ধরা পড়ে।

তিনি আরও জানান, “রক্ত বিনিময়ের ক্ষেত্রে সবার সতর্ক থাকা উচিত। অনুমোদিত ব্লাড ব্যাংক ছাড়া অন্য কোথাও থেকে রক্ত সংগ্রহ করা যাবে না।”

পুলিশ জানায়, চক্রের অন্য সদস্যদের ধরতে তদন্ত অব্যাহত রয়েছে। আটকদের কাছ থেকে ভুয়া ব্লাড ব্যাংকের কিছু রসিদ পাওয়া গেছে। এসব রসিদের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের সনাক্ত করার চেষ্টা চলছে।

ময়মনসিংহ ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম মুমিনুর রহমান জানান, দীর্ঘদিন ধরে অবৈধ ব্লাড ব্যাংকগুলো রোগীদের ক্ষতি করছে। প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় চক্রটি দিন দিন আরও বড় হচ্ছে।

এই ঘটনা প্রমাণ করে, রক্তের মতো সংবেদনশীল বিষয়ে সচেতনতা বাড়ানো এবং সঠিক তদারকি প্রয়োজন। অনুমোদিত ব্লাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহ করার বিষয়টি সবার জন্য বাধ্যতামূলক করা উচিত বলে বিশেষজ্ঞরা মত দেন।

back to top