কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বিএনপির দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ৩০টি দোকান ও ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে।
শনিবার দুপুর ও রোববার সন্ধ্যায় ভৈরব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চণ্ডিবের মধ্যপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ভৈরব থানার ওসি খন্দকার ফুহাদ রূহানি জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
শনিবার দুপুরে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা সভাপতি শরীফুল আলম এক অসুস্থ নেতাকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে বিএনপির নেতাকর্মীরা সেখানে জড়ো হন। এ সময় হাজী আক্তার মিয়া ও সফিকুল ইসলামের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে ৮-৯ জন আহত হন এবং ১০-১২টি দোকানপাট ভাঙচুর হয়।
রোববার বিকেলে ওই ঘটনার জের ধরে দুই পক্ষ আবার সংঘর্ষে জড়ায়। এতে আরও ১০-১২ জন আহত হন এবং ২০টি দোকান ও বাড়িঘর ভাঙচুর হয়।
আহতদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুর ও কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি এবং কাউকে আটক করা হয়নি।
দুই পক্ষই একে অপরকে সংঘর্ষের জন্য দায়ী করেছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বিএনপির দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ৩০টি দোকান ও ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে।
শনিবার দুপুর ও রোববার সন্ধ্যায় ভৈরব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চণ্ডিবের মধ্যপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ভৈরব থানার ওসি খন্দকার ফুহাদ রূহানি জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
শনিবার দুপুরে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা সভাপতি শরীফুল আলম এক অসুস্থ নেতাকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে বিএনপির নেতাকর্মীরা সেখানে জড়ো হন। এ সময় হাজী আক্তার মিয়া ও সফিকুল ইসলামের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে ৮-৯ জন আহত হন এবং ১০-১২টি দোকানপাট ভাঙচুর হয়।
রোববার বিকেলে ওই ঘটনার জের ধরে দুই পক্ষ আবার সংঘর্ষে জড়ায়। এতে আরও ১০-১২ জন আহত হন এবং ২০টি দোকান ও বাড়িঘর ভাঙচুর হয়।
আহতদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুর ও কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি এবং কাউকে আটক করা হয়নি।
দুই পক্ষই একে অপরকে সংঘর্ষের জন্য দায়ী করেছে বলে জানিয়েছে পুলিশ।