সুন্দরগঞ্জে বিষপানে কৃষকের আত্মহত্যা

প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামের আব্দুল জলিল মিয়া নামে এক কৃষক বিষপানে আত্নহত্যা করেছেন। গত মঙ্গলবার সকালে তিনি নিজ শয়নঘরে সবার অজান্তে বিষপান করেন। পরে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। ততক্ষণে তার মৃত্যু হয়। সে ওই গ্রামের ফরমান আলীর ছেলে। জানা গেছে, দীর্ঘদিন থেকে তিনি নানাবিধ জটিল রোগে ভুগছেন। কষ্ট সইতে না পেয়ে আত্নহত্যা করেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরুতহাল রিপোর্ট তৈরি করেছে।

সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত সেলিম রেজা জানান, এই ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» শেরপুরে সংঘর্ষের ঘটনায় ইউএনও ও ওসি প্রত্যাহার

» অনিয়ম-দুর্নীতির, ঘুষের কারিগর সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা প্রকৃত কৃষক বীজ পায় না

সম্প্রতি