বগুড়ার নন্দীগ্রামে খালের পাড় কেটে জমি ভরাট ও মাটি বিক্রয় করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাত ১০টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকায় অনুমোদন ব্যতীত খালের পাড় কেটে জমি ভরাট ও মাটি বিক্রয় করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আকরাম হোসেন প্রামাণিক নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। সে নাটোর জেলার সিংড়ার আরশেদ আলী প্রামাণিকের ছেলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার এতথ্য নিশ্চিত করে বলেন, অনুমোদন ব্যতীত খালের পাড় কেটে জমি ভরাট ও মাটি বিক্রয় করার অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। যে কেউ এইধরনের অপরাধ করলেই আইনি ব্যবস্থা নেয়া হবে
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
বগুড়ার নন্দীগ্রামে খালের পাড় কেটে জমি ভরাট ও মাটি বিক্রয় করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাত ১০টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকায় অনুমোদন ব্যতীত খালের পাড় কেটে জমি ভরাট ও মাটি বিক্রয় করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আকরাম হোসেন প্রামাণিক নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। সে নাটোর জেলার সিংড়ার আরশেদ আলী প্রামাণিকের ছেলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার এতথ্য নিশ্চিত করে বলেন, অনুমোদন ব্যতীত খালের পাড় কেটে জমি ভরাট ও মাটি বিক্রয় করার অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। যে কেউ এইধরনের অপরাধ করলেই আইনি ব্যবস্থা নেয়া হবে