জামালপুরের দেওয়ানগঞ্জে জমি জবরদখল,দোকানপাটে হামলা,ভাংচুর, ও লুটপাটকারীদের শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন হয়েছে। বুধবার সন্ধায় জামালপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভোক্তভোগি পরিবার। ভোক্তভোগীদের পক্ষে আমানত আলী লিখবত বক্তব্যে বলেন,উপজেলার লংকারচর সকাল বাজারে সাবেক মেম্বার ও আওয়ামী লীগ নেতা সামছুল আলম ও জনৈক হাসানের নেতৃত্বে উল্লেখিত বেআইনি কার্যকলাপ অনুষ্ঠিত হয়। তিনি আরো বলেন,উপজেলার কিছমত আমখাওয়া মৌজার লংকারচর সকাল বাজারস্থ ১২৯ নং খতিয়ানভুক্ত বিআরএস ৫১৬,৫১৭ নং দাগের ১৬ শতক জমি আমাদের দখলে রয়েছে। এই জমির প্রতি লোভের বশবতী হয়ে মোটা অংকের চাদা দাবি করার এক পর্যায়ে অবৈধতা জবরদখল করেছে। এ বিষয়ে সন্ত্রাসীদের শাস্তির দাবিতে জামালপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মোকদ্দমা দায়ের করা হয়েছে। যার মামলা নং২০/২০২৫,ধারা-১৪৪/১৪৫ফৌ:কাঃ বিঃ। ২১ জানুয়ারি/২০২৫ ইং তারিখে শামছুলনহকের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসীরা জমি বেদখল করে। লুট করা মালামালে ক্ষতির পরিমাণ ৫ লক্ষাধিক টাকা।
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
জামালপুরের দেওয়ানগঞ্জে জমি জবরদখল,দোকানপাটে হামলা,ভাংচুর, ও লুটপাটকারীদের শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন হয়েছে। বুধবার সন্ধায় জামালপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভোক্তভোগি পরিবার। ভোক্তভোগীদের পক্ষে আমানত আলী লিখবত বক্তব্যে বলেন,উপজেলার লংকারচর সকাল বাজারে সাবেক মেম্বার ও আওয়ামী লীগ নেতা সামছুল আলম ও জনৈক হাসানের নেতৃত্বে উল্লেখিত বেআইনি কার্যকলাপ অনুষ্ঠিত হয়। তিনি আরো বলেন,উপজেলার কিছমত আমখাওয়া মৌজার লংকারচর সকাল বাজারস্থ ১২৯ নং খতিয়ানভুক্ত বিআরএস ৫১৬,৫১৭ নং দাগের ১৬ শতক জমি আমাদের দখলে রয়েছে। এই জমির প্রতি লোভের বশবতী হয়ে মোটা অংকের চাদা দাবি করার এক পর্যায়ে অবৈধতা জবরদখল করেছে। এ বিষয়ে সন্ত্রাসীদের শাস্তির দাবিতে জামালপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মোকদ্দমা দায়ের করা হয়েছে। যার মামলা নং২০/২০২৫,ধারা-১৪৪/১৪৫ফৌ:কাঃ বিঃ। ২১ জানুয়ারি/২০২৫ ইং তারিখে শামছুলনহকের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসীরা জমি বেদখল করে। লুট করা মালামালে ক্ষতির পরিমাণ ৫ লক্ষাধিক টাকা।