রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন থেকে অজ্ঞাত আনুমানিক (৬৫) বছর বয়সি এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে গোয়ালন্দ রেলওয়ে ফাঁড়ি পুলিশ।
গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ দিকে দৌলতদিয়া রেলস্টেশন প্ল্যাটফর্ম হতে মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় দোকানদাররা জানান, ৫ দিন আগে ট্রেনে করে কে বা কারা তাকে এখানে বসিয়ে রেখে চলে গেছে তা জানা সম্ভব হয়নি। তিনি অসুস্থ, চলাফেরা করতে পারতেন না। একই স্থানে বসে থাকতেন স্থানীয় লোকজন জুস বা অন্যান্য খাবার দিলে তিনি তাই খেতেন। ভালোভাবে কথা বলতে পারতেন না। আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।
এ ব্যপারে গোয়ালন্দ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ আ. রাজ্জাক জানান, লোকটি শারীরিকভাবে অসুস্থ ছিল। সে কথা বলতে পারতো না। সেজন্য তার নাম ঠিকানা পাওয়া যায়নি। তার পরিচয় সনাক্তের জন্য আমরা চেষ্টা করছি।
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন থেকে অজ্ঞাত আনুমানিক (৬৫) বছর বয়সি এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে গোয়ালন্দ রেলওয়ে ফাঁড়ি পুলিশ।
গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ দিকে দৌলতদিয়া রেলস্টেশন প্ল্যাটফর্ম হতে মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় দোকানদাররা জানান, ৫ দিন আগে ট্রেনে করে কে বা কারা তাকে এখানে বসিয়ে রেখে চলে গেছে তা জানা সম্ভব হয়নি। তিনি অসুস্থ, চলাফেরা করতে পারতেন না। একই স্থানে বসে থাকতেন স্থানীয় লোকজন জুস বা অন্যান্য খাবার দিলে তিনি তাই খেতেন। ভালোভাবে কথা বলতে পারতেন না। আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।
এ ব্যপারে গোয়ালন্দ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ আ. রাজ্জাক জানান, লোকটি শারীরিকভাবে অসুস্থ ছিল। সে কথা বলতে পারতো না। সেজন্য তার নাম ঠিকানা পাওয়া যায়নি। তার পরিচয় সনাক্তের জন্য আমরা চেষ্টা করছি।