চট্টগ্রামের রাউজানে জুমার নামাজ আদায়ের জন্য আসার পথে দুর্বৃত্তের গুলিতে জাহাঙ্গীর আলম নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার বেলা সোয়া ১টায় উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আছাদ আলী মাতব্বর পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম একই ওয়ার্ডের নিরামিশ পাড়া গ্রামের মৃত আবু ছৈয়দ মেম্বারের ছেলে। চট্টগ্রাম নগরীর চাক্তাইয়ে জাহাঙ্গীর ট্রেডার্স নামে তার একটা শুটকির ব্যবসায় প্রতিষ্ঠান এবং নোয়াপাড়ায় মকসুদ কমিউনিটি সেন্টার নামে তাদের একটি পারিবারিক প্রতিষ্ঠান রয়েছে। তিনি গত বৃহস্পতিবার রাতে মালয়েশিয়া হতে দেশে এসেছেন। পরিবার পরিজন নিয়ে তিনি নগরীর চাঁদগাঁও বি ব্লকে বসবাস করেন। এই ঘটনায় আব্বাস উদ্দিন নামে আরও একজন গুলিবিদ্ধ হন। আব্বাস উদ্দিন সম্পর্কে নিহত জাহাঙ্গীরের ভাগিনা এবং মাকসুদ কমিউনিটি সেন্টারের ম্যানেজার। তিনি বর্তমানে নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। রাউজান থানার ওসি একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, পুলিশ ঘটনাটির তদন্ত করছে। এই ঘটনার সঙ্গে জড়িতদেরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
আন্তর্জাতিক: ভারতের বৃহত্তম এয়ারলাইনে যেভাবে ধস নামলো
সারাদেশ: সিলেটে সরকারি চাকরি ছাড়ার হিড়িক