জয়পুরহাটের আক্কেলপুরে পৃথক স্থানে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে রাজশাহী কলেজের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
আক্কেলপুর (জয়পুরহাট) : জয়পুরহাটের আক্কেলপুরে পৃথক স্থানে নিজ বাড়ি থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আলীমামুদপুর মধ্যপাড়া এবং তিলকপুর ইউনিয়নের তিলকপুর পূর্ব বাজার থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন তিলকপুর পূর্ব বাজার এলাকার কাঠ ব্যবসায়ী বাবু মিয়ার স্ত্রী আরিফা এবং গোপীনাথপুর ইউনিয়নের আলীমামুদপুর মধ্য পাড়ার হোসেন আলীর স্ত্রী আনজুয়ারা। আক্কেলপুর থানার ওসি আনিছুর রহমান বলেন, আরিফার মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আরিফার বাবা নওগাঁর আত্রাই উপজেলার ইসলাম ঘাঁটি গ্রামের আব্দুর রাজ্জাক থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের পর জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা।
রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিমুল শিহাব নামে রাজশাহী কলেজের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা ওই শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিমুল শিহাব রাজশাহী কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি রাজশাহী নগরের মেহেরচণ্ডি এলাকার জামাল হোসেনের ছেলে। নগরের মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, নিহতের পরিবার এখনও থানায় কোন লিখিত অভিযোগ দেননি। তারা মৌখিকভাবে দাবি করেছেন, তাকে মারধর করে হত্যা করা হয়েছে।
ময়নাতদন্তের পর তারা মামলা করার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তবে নিহতের শরীরে মারধর, ছেড়া-ফাঁটা কিংবা ক্ষতের কোন দাগ পাওয়া যায়নি।
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
জয়পুরহাটের আক্কেলপুরে পৃথক স্থানে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে রাজশাহী কলেজের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
আক্কেলপুর (জয়পুরহাট) : জয়পুরহাটের আক্কেলপুরে পৃথক স্থানে নিজ বাড়ি থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আলীমামুদপুর মধ্যপাড়া এবং তিলকপুর ইউনিয়নের তিলকপুর পূর্ব বাজার থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন তিলকপুর পূর্ব বাজার এলাকার কাঠ ব্যবসায়ী বাবু মিয়ার স্ত্রী আরিফা এবং গোপীনাথপুর ইউনিয়নের আলীমামুদপুর মধ্য পাড়ার হোসেন আলীর স্ত্রী আনজুয়ারা। আক্কেলপুর থানার ওসি আনিছুর রহমান বলেন, আরিফার মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আরিফার বাবা নওগাঁর আত্রাই উপজেলার ইসলাম ঘাঁটি গ্রামের আব্দুর রাজ্জাক থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের পর জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা।
রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিমুল শিহাব নামে রাজশাহী কলেজের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা ওই শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিমুল শিহাব রাজশাহী কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি রাজশাহী নগরের মেহেরচণ্ডি এলাকার জামাল হোসেনের ছেলে। নগরের মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, নিহতের পরিবার এখনও থানায় কোন লিখিত অভিযোগ দেননি। তারা মৌখিকভাবে দাবি করেছেন, তাকে মারধর করে হত্যা করা হয়েছে।
ময়নাতদন্তের পর তারা মামলা করার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তবে নিহতের শরীরে মারধর, ছেড়া-ফাঁটা কিংবা ক্ষতের কোন দাগ পাওয়া যায়নি।