ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম এর অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন করেছে দশ ইউপি সদস্য।শনিবার ১লা ফেব্রুয়ারি প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তাব্য পাঠ করেন, ইউপি সদস্য মো. রুহুল আমিন আকন।
তিনি অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর আওয়ামী লীগের দোসর চেয়ারম্যান পলিয়ে গেলেও তার সহযোগী ইউপি সদস্য মো. শাহ আলম প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর ৭নং নাচনমহল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে ৪ লাখ ৪৬ হাজার টাকা গ্রাম পুলিশের মাধ্যমে ট্যাক্স আদায় করে। উক্ত টাকা প্যানেল চেয়ারম্যান মাসিক সভায় আলোচনা বা রেজুলেশন না করো আত্মসাৎ করেন। এলজিইডি কর্তৃক হেরিংবনের সড়কের প্রায় ৮০০ ফুট রাস্তার ইট বিভিন্ন স্থানে বিক্রয় করে অর্থ হাতিয়ে নিয়েছেন। পূর্বে পরিষদের ব্যাংক হিসাবে ট্যাক্স বাবদ ৭৬ হাজার টাকা জমা ছিল যা প্যানেল চেয়ারম্যান ও সচিব মো. নান্না ফকির মিলে উক্ত টাকা তুলে নিয়েছে বলে অভিযোগ করেন।
প্যানেল চেয়ারম্যান মো. শাহ আলম ইউনিয়ন পরিষদের ট্যাক্সের টাকা আত্মসাৎ অনিয়ম, দুর্নীতি বিষয়ে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়ে তদন্তপূর্বক দ্রুত তার অপসারণের দাবিতে করে ইউপি সদস্যরা।
সংবাদ সম্মেলনে মো.জামাল হোসেন, বাদল হোসেন হাওলাদার, মো. রিপন মোল্লা, মো. নান্নাসহ ১০ জন ইউপি সদস্য উপস্থিত ছিলেন। তবে অনেক চেষ্টা করেও চেয়ারম্যানের বক্তব্য পাওয়া যায়নি।
রোববার, ০২ ফেব্রুয়ারী ২০২৫
ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম এর অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন করেছে দশ ইউপি সদস্য।শনিবার ১লা ফেব্রুয়ারি প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তাব্য পাঠ করেন, ইউপি সদস্য মো. রুহুল আমিন আকন।
তিনি অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর আওয়ামী লীগের দোসর চেয়ারম্যান পলিয়ে গেলেও তার সহযোগী ইউপি সদস্য মো. শাহ আলম প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর ৭নং নাচনমহল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে ৪ লাখ ৪৬ হাজার টাকা গ্রাম পুলিশের মাধ্যমে ট্যাক্স আদায় করে। উক্ত টাকা প্যানেল চেয়ারম্যান মাসিক সভায় আলোচনা বা রেজুলেশন না করো আত্মসাৎ করেন। এলজিইডি কর্তৃক হেরিংবনের সড়কের প্রায় ৮০০ ফুট রাস্তার ইট বিভিন্ন স্থানে বিক্রয় করে অর্থ হাতিয়ে নিয়েছেন। পূর্বে পরিষদের ব্যাংক হিসাবে ট্যাক্স বাবদ ৭৬ হাজার টাকা জমা ছিল যা প্যানেল চেয়ারম্যান ও সচিব মো. নান্না ফকির মিলে উক্ত টাকা তুলে নিয়েছে বলে অভিযোগ করেন।
প্যানেল চেয়ারম্যান মো. শাহ আলম ইউনিয়ন পরিষদের ট্যাক্সের টাকা আত্মসাৎ অনিয়ম, দুর্নীতি বিষয়ে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়ে তদন্তপূর্বক দ্রুত তার অপসারণের দাবিতে করে ইউপি সদস্যরা।
সংবাদ সম্মেলনে মো.জামাল হোসেন, বাদল হোসেন হাওলাদার, মো. রিপন মোল্লা, মো. নান্নাসহ ১০ জন ইউপি সদস্য উপস্থিত ছিলেন। তবে অনেক চেষ্টা করেও চেয়ারম্যানের বক্তব্য পাওয়া যায়নি।