ভোলার মেঘনায় মাছ শিকারের সময় জলদস্যুদের গুলিতে মো. হাসান নামে এক জেলে নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুই জেলে । আহতরা হলেন কাঞ্চন ও আব্বাস। তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার ১লা ফেব্রুয়ারি রাতে সদর উপজেলার তুলাতুলি বাজার সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসনাইন পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত হাসানসহ আহতদের বাড়ি সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের বাঘার হাওলা গ্রামে। আব্বাস ওই ট্রলারের মাঝি এবং নিহত হাসান ও আহত কাঞ্চন মাঝি ওই ট্রলারের ভাগি (মাল্লা) ছিলেন। স্থানীয়রা জানান, মাঝিমাল্লা নিয়ে শনিবার দুপুরে আব্বাস মাঝি মেঘনা নদীতে মাছ শিকারে যান। রাত ৮টার দিকে একদল জলদস্যু তাদের ট্রলারে হামলা চালায়। এসময় তাদের সঙ্গে জেলেদের বিবাদ বাঁধে। বিবাদের এক পর্যায়ে হাসান জলদস্যুদের গুলিতে ট্রলারেই নিহত হন।
খবর পেয়ে স্থানীয় জেলেরা ঘটনাস্থলে ছুটে গিয়ে হাসানের মরদেহ উদ্ধার করে তীরে নিয়ে আসে। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে নেয়া হয়েছে।
রোববার, ০২ ফেব্রুয়ারী ২০২৫
ভোলার মেঘনায় মাছ শিকারের সময় জলদস্যুদের গুলিতে মো. হাসান নামে এক জেলে নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুই জেলে । আহতরা হলেন কাঞ্চন ও আব্বাস। তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার ১লা ফেব্রুয়ারি রাতে সদর উপজেলার তুলাতুলি বাজার সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসনাইন পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত হাসানসহ আহতদের বাড়ি সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের বাঘার হাওলা গ্রামে। আব্বাস ওই ট্রলারের মাঝি এবং নিহত হাসান ও আহত কাঞ্চন মাঝি ওই ট্রলারের ভাগি (মাল্লা) ছিলেন। স্থানীয়রা জানান, মাঝিমাল্লা নিয়ে শনিবার দুপুরে আব্বাস মাঝি মেঘনা নদীতে মাছ শিকারে যান। রাত ৮টার দিকে একদল জলদস্যু তাদের ট্রলারে হামলা চালায়। এসময় তাদের সঙ্গে জেলেদের বিবাদ বাঁধে। বিবাদের এক পর্যায়ে হাসান জলদস্যুদের গুলিতে ট্রলারেই নিহত হন।
খবর পেয়ে স্থানীয় জেলেরা ঘটনাস্থলে ছুটে গিয়ে হাসানের মরদেহ উদ্ধার করে তীরে নিয়ে আসে। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে নেয়া হয়েছে।