নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে ময়মনসিংহ মেডিকেল কলেজে ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোন হতাহত হয়নি। রোববার দুপুরে কলেজ ক্যাম্পাসে এই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনার সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম খান শফিক জানান, এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলছিল। এ সময় নবাগতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো নিয়ে ছাত্রশিবির ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এই ঘটনার জের ধরে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টার ধাওয়ার সৃষ্টি হয়। এতে বহিরাগতরাও যুক্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।
বর্তমানে ক্যাম্পাসে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. নাজমুল আলম খান বলেন, নতুন শিক্ষার্থীদের বরণ করা নিয়ে একটু ঝামেলা হয়েছিল বলে শুনেছি। এখন পরিস্থিতি শান্ত আছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা বলতে পারছি না।
সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫
নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে ময়মনসিংহ মেডিকেল কলেজে ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোন হতাহত হয়নি। রোববার দুপুরে কলেজ ক্যাম্পাসে এই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনার সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম খান শফিক জানান, এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলছিল। এ সময় নবাগতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো নিয়ে ছাত্রশিবির ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এই ঘটনার জের ধরে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টার ধাওয়ার সৃষ্টি হয়। এতে বহিরাগতরাও যুক্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।
বর্তমানে ক্যাম্পাসে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. নাজমুল আলম খান বলেন, নতুন শিক্ষার্থীদের বরণ করা নিয়ে একটু ঝামেলা হয়েছিল বলে শুনেছি। এখন পরিস্থিতি শান্ত আছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা বলতে পারছি না।