বান্দরবানে জিপ গাড়ি এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। অপরদিকে, রাজশাহীর তানোরে বাইসাইকেল থেকে পড়ে এক যুবক নিহত হয়েছেন। এ বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
বান্দরবান : বান্দরবানে জিপ গাড়ি এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নমইংচং ম্রো নামে ১৬ বছর বয়সী এক কিশোর মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেল আরোহী আরও ২ কিশোর। নিহত এবং আহতরা সবাই জেলার রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের দলিয়ান পাড়ার বাসিন্দা। জানা যায়, রুমা থেকে মোটরসাইকেলে করে ৩ কিশোর বান্দরবানে আসার পথে মুরুং বাজার এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা জিপ গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মারা যায় নমইংচং ম্রো নামে একজন এবং গুরুত্বর আহত হয় মেনরাও ম্রো (১৬) ও নিয়রিং ম্রো (১৪) নামে আরও ২ জন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ নিহত এবং আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হলে, চিকিৎসক তাকে চট্টগ্রামে মেডিকেলে পাঠানোর নির্দেশ দেন। আহত অপরজন বর্তমানে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রুমা থানার ওসি সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তানোর (রাজশাহী) : রাজশাহীর তানোরে বাইসাইকেল থেকে পড়ে সাখাওয়াত হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার বিকেলে উপজেলার তালন্দ ইউনিয়নের ইউপি মোহর গ্রামের হাকিম বাজার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাখাওয়াত হোসেন তানোর পৌর এলাকার গুবিরপাড়া গ্রামের শিক্ষক খালেদুর রহমানের ছেলে। তানোর থানার ওসি মিজানুর রহমান মিজান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় কারো কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫
বান্দরবানে জিপ গাড়ি এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। অপরদিকে, রাজশাহীর তানোরে বাইসাইকেল থেকে পড়ে এক যুবক নিহত হয়েছেন। এ বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
বান্দরবান : বান্দরবানে জিপ গাড়ি এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নমইংচং ম্রো নামে ১৬ বছর বয়সী এক কিশোর মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেল আরোহী আরও ২ কিশোর। নিহত এবং আহতরা সবাই জেলার রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের দলিয়ান পাড়ার বাসিন্দা। জানা যায়, রুমা থেকে মোটরসাইকেলে করে ৩ কিশোর বান্দরবানে আসার পথে মুরুং বাজার এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা জিপ গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মারা যায় নমইংচং ম্রো নামে একজন এবং গুরুত্বর আহত হয় মেনরাও ম্রো (১৬) ও নিয়রিং ম্রো (১৪) নামে আরও ২ জন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ নিহত এবং আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হলে, চিকিৎসক তাকে চট্টগ্রামে মেডিকেলে পাঠানোর নির্দেশ দেন। আহত অপরজন বর্তমানে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রুমা থানার ওসি সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তানোর (রাজশাহী) : রাজশাহীর তানোরে বাইসাইকেল থেকে পড়ে সাখাওয়াত হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার বিকেলে উপজেলার তালন্দ ইউনিয়নের ইউপি মোহর গ্রামের হাকিম বাজার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাখাওয়াত হোসেন তানোর পৌর এলাকার গুবিরপাড়া গ্রামের শিক্ষক খালেদুর রহমানের ছেলে। তানোর থানার ওসি মিজানুর রহমান মিজান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় কারো কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।