হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ডাকাতদলের হামলায় নিহত হয়েছেন ব্যবসায়ী, গ্রামীণ টেলিকম অ্যান্ড ইলেক্ট্রনিক্সে মালিক বিএনপি নেতা মো. মহসিন মিয়া (৩৮)। তিনি শায়েস্তাগঞ্জ ইউনিয়নের নিশাপট গ্রামের মৃত আব্দুর রহিম মাস্টারের বড় ছেলে। সোমবার ০৩ ফেব্রুয়ারি সকালে মহসিন মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ।
এর আগে রোববার দিবাগত মধ্যরাতে শায়েস্তাগঞ্জ উপজেলা খেলার মাঠের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতদের হামলার কবলে পড়ে। হামলায় আহত মহসিন মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, মধ্যরাতে মোটরসাইকেল করে বাড়িতে যাওয়ার সময় ডাকাতদলের কবলে পড়েন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইলিয়াস মিয়া ও ব্যবসায়ী মহসিন মিয়া।
এ সময় ডাকাতরা মোটরসাইকেল, মোবাইল ও টাকা লুট করে নেয়।
এ ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা, হাইওয়ে থানাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এগিয়ে এলে ডাকাতদের হাত থেকে মো. ইলিয়াস মিয়া প্রাণে রক্ষা পান। কিন্তু ব্যবসায়ী মহসিন মিয়াকে পাওয়া যাচ্ছিল না। পড়ে তাকে উপজেলার খেলার মাঠে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ওসি দিলীপ কান্ত নাথ জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ডাকাতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এ ঘটনা জড়িত কাউকে ছাড় দেয়া হবে না
সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ডাকাতদলের হামলায় নিহত হয়েছেন ব্যবসায়ী, গ্রামীণ টেলিকম অ্যান্ড ইলেক্ট্রনিক্সে মালিক বিএনপি নেতা মো. মহসিন মিয়া (৩৮)। তিনি শায়েস্তাগঞ্জ ইউনিয়নের নিশাপট গ্রামের মৃত আব্দুর রহিম মাস্টারের বড় ছেলে। সোমবার ০৩ ফেব্রুয়ারি সকালে মহসিন মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ।
এর আগে রোববার দিবাগত মধ্যরাতে শায়েস্তাগঞ্জ উপজেলা খেলার মাঠের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতদের হামলার কবলে পড়ে। হামলায় আহত মহসিন মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, মধ্যরাতে মোটরসাইকেল করে বাড়িতে যাওয়ার সময় ডাকাতদলের কবলে পড়েন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইলিয়াস মিয়া ও ব্যবসায়ী মহসিন মিয়া।
এ সময় ডাকাতরা মোটরসাইকেল, মোবাইল ও টাকা লুট করে নেয়।
এ ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা, হাইওয়ে থানাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এগিয়ে এলে ডাকাতদের হাত থেকে মো. ইলিয়াস মিয়া প্রাণে রক্ষা পান। কিন্তু ব্যবসায়ী মহসিন মিয়াকে পাওয়া যাচ্ছিল না। পড়ে তাকে উপজেলার খেলার মাঠে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ওসি দিলীপ কান্ত নাথ জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ডাকাতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এ ঘটনা জড়িত কাউকে ছাড় দেয়া হবে না