সাবেক এমপির বিরুদ্ধে বাস পোড়ানো মামলা

মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫
প্রতিনিধি, মহাদেবপুর (নওগাঁ)

নওগাঁর মহাদেবপুরে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাবেক এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিমের বিরুদ্ধে আগুন দিয়ে বাস পোড়ানোর মামলা দেয়া হয়েছে। রোববার নওগাঁর ৩ নং জুডিশিয়াল আমলি আদালতে মামলাটি দায়ের করেন একটি বাসের সুপারভাইজার উপজেলার উত্তরগ্রামের মছির উদ্দিনের ছেলে আজাম উদ্দিন। একই বিষয়ে এরআগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। নতুন মামলায় বাদি উল্লেখ করেন যে, ২০২৩ সালের ২৬ জানুয়ারি রাত সাড়ে ১১টায় মহাদেবপুর গুড়হাটির হামিদুর রহমানের মালিকানার একটি বাস (ঢাকা মেট্রো-জ-১৪-০৭৩৯) মহাদেবপুর উপজেলা সদরের পেট্রোল পাম্পের পাশে রাখা ছিল। আসামিরা বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়। মামলায় সাবেক এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম ছাড়াও মোট ২৩ জনকে আসামি করা হয়।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি