image

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় পথচারী নিহত

বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫
নজরুল ইসলাম, প্রতিনিধি শ্রীনগর(মুন্সীগঞ্জ)

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। মুন্সিগঞ্জের শ্রীনগরের বেজগাও ফেরিঘাট এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত বাসের ধাক্কায় অজ্ঞাতনামা এক পথচারী নিহত হয়েছেন।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, বুধবার দুপুর সোয়া ২ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে বেজগাও ফেরিঘাট এলাকায় ঢাকামূখি অজ্ঞাত দ্রুতগামী একটি বাস এক পথচারীকে ধাক্কা দিয়ে চলে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি তিনি সড়ক পার হচ্ছিলেন। নিহতের নাম পরিচয় এখনও সনাক্ত করা যায়নি। এদিকে বাসটি শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। নিহতের মরদেহ হাসাড়া হাইওয়ে থানার রাখা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি