মেঘনা নদীর আশুগঞ্জ প্রান্তে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় সর্দারসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্প ও ভৈরব নৌ থানাপুলিশ। বুধবার সকালে ডাকাত সর্দার বাচ্চু মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্য মতে তার সহযোগী বিল্লাল মিয়াকে একই জেলার আশুগঞ্জ উপজেলা থেকে গ্রেপ্তার করে নৌ থানাপুলিশ। এদিকে একই মামলার অভিযোগে ৪ ফেব্রুয়ারি রাতে পৌর শহরের নাটাল মোড় এলাকা থেকে লোকমান ওরফে পিচ্চি লোকমানকে গ্রেপ্তার করা হয়। বাচ্চু মিয়া নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মাঝেরচর এলাকার মৃত সাদেক মিয়ার ছেলে। ডাকাত বিল্লাল একই এলাকার মৃত মন্নাফ মিয়ার ছেলে ও লোকমান ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের চরচারতলা এলাকার জিল্লু মিয়ার ছেলে। গত ১৩ ডিসেম্বর পৌর শহরের জগন্নাথপুর এলাকার জার্মান প্রবাসী কাজল মিয়া তার পরিবার মেঘনা নদীতে বিকেল পৌনে ৪টায় লালপুর ইউনিয়নের চরলালপুর এলাকার কাঠ বাগানের পশ্চিমপাশে মেঘনা নদীতে পৌঁছামাত্রই ডাকাত দলের কবলে পড়ে। এ সময় অজ্ঞাত ৮-৯ জনের একটি ডাকাত দল তাদের নৌকা থামিয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে ২টি আইফোন, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১৪ ভরি স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় ১৫ ডিসেম্বর ভুক্তভোগী কাজল মিয়া ভৈরব নৌ থানায় অজ্ঞাত ৮-৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫
মেঘনা নদীর আশুগঞ্জ প্রান্তে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় সর্দারসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্প ও ভৈরব নৌ থানাপুলিশ। বুধবার সকালে ডাকাত সর্দার বাচ্চু মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্য মতে তার সহযোগী বিল্লাল মিয়াকে একই জেলার আশুগঞ্জ উপজেলা থেকে গ্রেপ্তার করে নৌ থানাপুলিশ। এদিকে একই মামলার অভিযোগে ৪ ফেব্রুয়ারি রাতে পৌর শহরের নাটাল মোড় এলাকা থেকে লোকমান ওরফে পিচ্চি লোকমানকে গ্রেপ্তার করা হয়। বাচ্চু মিয়া নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মাঝেরচর এলাকার মৃত সাদেক মিয়ার ছেলে। ডাকাত বিল্লাল একই এলাকার মৃত মন্নাফ মিয়ার ছেলে ও লোকমান ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের চরচারতলা এলাকার জিল্লু মিয়ার ছেলে। গত ১৩ ডিসেম্বর পৌর শহরের জগন্নাথপুর এলাকার জার্মান প্রবাসী কাজল মিয়া তার পরিবার মেঘনা নদীতে বিকেল পৌনে ৪টায় লালপুর ইউনিয়নের চরলালপুর এলাকার কাঠ বাগানের পশ্চিমপাশে মেঘনা নদীতে পৌঁছামাত্রই ডাকাত দলের কবলে পড়ে। এ সময় অজ্ঞাত ৮-৯ জনের একটি ডাকাত দল তাদের নৌকা থামিয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে ২টি আইফোন, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১৪ ভরি স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় ১৫ ডিসেম্বর ভুক্তভোগী কাজল মিয়া ভৈরব নৌ থানায় অজ্ঞাত ৮-৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন।