সৌদি আরবের মক্কায় ফজর আলী নামে এক বাংলাদেশি যুবক অপর প্রবাসী (রুমমেট) হাতে খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টায় এই হত্যাকণ্ড ঘটনা ঘটে। নিহত ফজর আলী টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকড়হরা ইউনিয়নের বলধী গ্রামের আব্দুল করিমের ছেলে এবং ঘাতক নুরুল হক কালিহাতী পৌরসভার ৫নং ওয়ার্ডের সাতুটিয়া গ্রামের শাহ আলী ফকিরের ছেলে। ফজর আলী গত ১৬ বছর যাবত প্রবাসে থাকেন। তার ২ সন্তান রয়েছে।
কোকড়হরা ইউনিয়নের ১নং ইউপি সদস্য আব্দুল বাছেত বলেন, মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টায় সৌদি আরব থেকে জানায় তার রুমেট ছুড়ি দিয়ে আঘাত করেছে। পরে রাত ৩টায় অন্য প্রবাসীরা জানান ফজর আলী মৃত্যু হয়েছে। মক্কার ভিলায় অন্য বাংলাদেশীরা পরে ঘাতক নুরুল হককে রশি দিয়ে বেঁধে রাখেন
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫
সৌদি আরবের মক্কায় ফজর আলী নামে এক বাংলাদেশি যুবক অপর প্রবাসী (রুমমেট) হাতে খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টায় এই হত্যাকণ্ড ঘটনা ঘটে। নিহত ফজর আলী টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকড়হরা ইউনিয়নের বলধী গ্রামের আব্দুল করিমের ছেলে এবং ঘাতক নুরুল হক কালিহাতী পৌরসভার ৫নং ওয়ার্ডের সাতুটিয়া গ্রামের শাহ আলী ফকিরের ছেলে। ফজর আলী গত ১৬ বছর যাবত প্রবাসে থাকেন। তার ২ সন্তান রয়েছে।
কোকড়হরা ইউনিয়নের ১নং ইউপি সদস্য আব্দুল বাছেত বলেন, মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টায় সৌদি আরব থেকে জানায় তার রুমেট ছুড়ি দিয়ে আঘাত করেছে। পরে রাত ৩টায় অন্য প্রবাসীরা জানান ফজর আলী মৃত্যু হয়েছে। মক্কার ভিলায় অন্য বাংলাদেশীরা পরে ঘাতক নুরুল হককে রশি দিয়ে বেঁধে রাখেন