দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে জাতীয় নাগরিক কমিটির সমাবেশ
গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটির নেতা-কর্মীরা। শনিবার দুপুর ১২টায় গাজীপুর জেলা শহরের রাজবাড়ী মাঠে জাতীয় নাগরিক কমিটির গাজীপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে ছাত্ররা খণ্ড খণ্ড মিছিল বের করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক আলী নাসের খান, কেন্দ্রীয় সদস্য এম সোয়েব, গাছা থানা প্রতিনিধি আনিসুর রহমান, টঙ্গী পশ্চিম থানা প্রতিনিধি নাবিল ইউসুফ প্রমুখ।
আলী নাসের খান বলেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দ্রুত বিচার আইনে ফ্যাসিবাদীদের বিচার করতে হবে এবং তাঁদের ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পদ জব্দ করতে হবে। তিনি ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
তিনি আরও বলেন, গতকাল শুক্রবার রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় পুলিশ ও প্রশাসনের বিলম্বিত উপস্থিতি দুঃখজনক। এ ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষমা চেয়ে পদত্যাগ এবং গাজীপুরের পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের অপসারণের দাবি জানান তিনি।
ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা অভিযোগ করেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে এবং ছাত্রদের হত্যার ষড়যন্ত্র করেছে। গাজীপুর থেকেই ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন শুরু হবে বলে তাঁরা জানান।
উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনা ঘটে। সেখানে কয়েকজনকে আটক করে মারধর করা হয়, যাতে অন্তত ১৫ জন আহত হন। তাঁদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে জাতীয় নাগরিক কমিটির সমাবেশ
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫
গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটির নেতা-কর্মীরা। শনিবার দুপুর ১২টায় গাজীপুর জেলা শহরের রাজবাড়ী মাঠে জাতীয় নাগরিক কমিটির গাজীপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে ছাত্ররা খণ্ড খণ্ড মিছিল বের করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক আলী নাসের খান, কেন্দ্রীয় সদস্য এম সোয়েব, গাছা থানা প্রতিনিধি আনিসুর রহমান, টঙ্গী পশ্চিম থানা প্রতিনিধি নাবিল ইউসুফ প্রমুখ।
আলী নাসের খান বলেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দ্রুত বিচার আইনে ফ্যাসিবাদীদের বিচার করতে হবে এবং তাঁদের ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পদ জব্দ করতে হবে। তিনি ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
তিনি আরও বলেন, গতকাল শুক্রবার রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় পুলিশ ও প্রশাসনের বিলম্বিত উপস্থিতি দুঃখজনক। এ ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষমা চেয়ে পদত্যাগ এবং গাজীপুরের পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের অপসারণের দাবি জানান তিনি।
ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা অভিযোগ করেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে এবং ছাত্রদের হত্যার ষড়যন্ত্র করেছে। গাজীপুর থেকেই ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন শুরু হবে বলে তাঁরা জানান।
উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনা ঘটে। সেখানে কয়েকজনকে আটক করে মারধর করা হয়, যাতে অন্তত ১৫ জন আহত হন। তাঁদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।