image
সিরাজগঞ্জ : খেত থেকে কাঁচামরিচ তুলছেন এক কৃষক -সংবাদ

সিরাজগঞ্জে বারোমাসি কাঁচামরিচ চাষে কৃষকরা লাভবান

শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫
জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের চরাঞ্চলে হাইব্রিড বারো মাসি কাঁচা মরিচ চাষ করছে কৃষকরা। বাজারে দাম ভালো থাকায় কৃষকরাও লাভবান হচ্ছে। জেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জে এবার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ১৬শ’ হেক্টর জমিতে মরিচ চাষাবাদ করা হয়েছে। এ জেলার শাহজাদপুর, চৌহালী, বেলকুচি, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে রবি মৌসূমের মরিচ চাষাবাদ করা হয়েছে।

বিশেষ করে উল্লেখিত উপজেলা গুলির চরাঞ্চলে হাইব্রিডজাতের বারো মাসি জাতের মরিচের চাষ করেছে কৃষকরা। হাইব্রিড ও দেশীয় জাতের মরিচ অল্প সময়ের মধ্যেই উৎপাদন হয়ে থাকে এবং এ মরিচ স্থানীয় বাজার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে কৃষকরা যথেষ্ট লাভবান হচ্ছে।

মরিচ চাষি মেছড়া চরের কৃষক আব্দুস সামাদ ও হোসেন আলী বলেন, ধানের তুলনায় মরিচ চাষে খরচ কম এবং লাভ বেশি। বর্তমান বাজারে প্রতি কেজি মরিচ গড়ে ৩০/৪০ টাকায় বিক্রি হচ্ছে। মরিচ চাষে লাভ বেশি হওয়ায় আগ্রহী হয়ে উঠেছে কৃষকরা। ব্যবসায়ীরা কৃষকের কাছ থেকে ভালো দামে এ কাঁচা মরিচ ক্রয় করে এবং এ মরিচ প্রতিদিনই ট্রাকযোগে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ. জা. ম. আহসান শহীদ সরকার জানান, রবি মৌসূমের কাঁচা মরিচের চেয়ে বারো মাসেই হাইব্রিড কাঁচা মরিচের উৎপাদন বেশি। মরিচ চাষে কৃষি বিভাগ থেকে পরামর্শ দেয়া হচ্ছে। এ মরিচের বাজার এখনও ভালো থাকায় কৃষকরা খুশি। তিনি আরও বলেন, চলতি মৌসুমে চরাঞ্চল সহ জেলার বিভিন্ন স্থানে এই কাচামরিচের বাম্পার ফলন হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» সিলেটে চোরাই হওয়া ৪২২টি মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ৪

» মহেশখালীতে যৌথ অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

» চৌগাছায় নিখোঁজ পুলিশ সদস্যের অর্ধগলিত লাশ পঞ্চগড় থেকে উদ্ধার

» হাদি হত্যা: ঝিনাইদহে আওয়ামী লীগের ২ নেতার বাড়িতে হামলা, অগ্নিসংযোগ

» জমি-জমার বিরোধসহ তিন-চারটি বিষয়কে গুরুত্ব দিয়ে তদন্তে নেমেছে পুলিশ

» শওকত মাহমুদ রিমান্ড শেষে কারাগারে

» হাদি হত্যার প্রতিবাদে জামালপুরে রেলপথ ও সড়ক অবরোধ

সম্প্রতি