রাজশাহীতে ধর্ষক তুষার গ্রেপ্তার

শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫
প্রতিনিধি, রাজশাহী

র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী মোল্লাপাড়া ক্যাম্প শুক্রবার রাতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক মো. তুষারকে (১৮) কে আটক করেছে। সে গোদাগাড়ী থানার রামনগর গ্রামের মৃত এশরামুল হোসেনের ছেলে। র‌্যাব-৫ রাজশাহী জানায়, ভিকটিম মোসা.নাইমা খাতুনকে (৮) লোভলালসা দেখিয়ে ভ্যানচালক (প্রতিবেশী) তুষার বুধবার (১৮ ডিসেম্বর) বেলা প্রায় ১২টার দিকে গোদাগাড়ী থানার ৫ নং ওয়ার্ডের হেলিপ্যাডসংলগ্ন সরমোংলা জঙ্গলের পুর্বকোনে নিয়ে গিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপুর্বক ধর্ষণ করে।

এছাড়া ধর্ষক তুষার এঘটনার জন্য ভিকটিমকে নানাবিধ ভয়ভীতি হুমকী দিতে থাকে ও তাকে ললিপপ খাবার জন্য ১০টাকা দিয়ে ভ্যানে করে জনৈক রাজুর বাড়ীর পাশে নামিয়ে দেয়। ভিকটিক এ সময় রাস্তায় বাবাকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে পুরো ঘটনা খুলে বলে। বিষয়টি র‌্যাবের নজরে আনা হলে র‌্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানী মোল্লাপাড়া ক্যাম্প আসামি তুষারকে গোপালপুর এলাকা থেকে আটক করে। আটকের সময় আসামি তুষার ঘটনার কথা স্বীকার করে। আকটকৃতর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় ধর্ষণ মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে বলে শনিবার ৮ ফেব্রুয়ারি র‌্যাব-৫ রাজশাহী প্রেস ব্রিফিংয়ে তথ্য নিশ্চিত করেছেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি