ময়মনসিংহের ধোবাউড়ায় স্বামীর রহস্যজনক মৃত্যুর পর বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন স্ত্রী। জানা যায়, ৪ ফেব্রুয়ারী সোমবার রাতে উপজেলার দর্শা নগদাপাড়া এলাকায় দুলাল মিয়ার ছেলে ওয়াসিম মিয়ার রহস্যজনক মৃত্যু হয়। ৩ মাস হয়েছে ওয়াসিমের বিয়ে হয়েছে। নতুন সংসারে ওয়াসিম এর মৃত্যুতে ভেঙে পড়েন তার স্ত্রী সুলতানা আক্তার। এই ঘটনার ৩ দির পর শুক্রবার সকালে ওয়াসিমের স্ত্রী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে বাড়ির লোকজন খোঁজ পেয়ে দ্রুত প্রথমে ধোবাউড়া হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
সারাদেশ: দশমিনায় আমন ধানের নমুনা শস্য কর্তন