মুক্তাগাছায় ট্রাক চাপায় পুলিশের এএসআই নিহত

প্রতিনিধি, মুক্তাগাছা (ময়মনসিংহ)

ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে মুক্তাগাছার সত্রাসিয়া নামক স্থানে ট্রাক চাপায় পুলিশের এক উপসহকারী পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। গত শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান। নিহত এএসআই মো. রুস্তম আলী (৪২) মুক্তাগাছা থানায় কর্মরত ছিলেন। তিনি ব্রাহ্মনবাড়িয়া জেলার সড়াইল উপজেলার কালিকচ্চ গ্রামের গ্রামের রমজান আলীর ছেলে।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন জানান, শনিবার বিকালে উপজেলার কুমারগাতা ইউনিয়নের মনতলা এলাকা থেকে নির্ধারিত কর্তব্য (ওয়ারেন্ট তামিল) পালন শেষে মোটরসাইকেল নিয়ে থানায় ফিরছিলেন এএসআই রুস্তম আলী। পথে সত্রাসিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পানির ড্রাম ভর্তি ট্রাক সামনে থেকে মোটরসাইকেরটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

তাকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। ঘাতক ট্রাকটিকে শনাক্ত করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে বলে ওসি জানান।গফ জড়সধহ অশযধহফ

‘সারাদেশ’ : আরও খবর

» ময়মনসিংহ হাসপাতালের নতুন ভবনে আগুন, আতঙ্কে রোগী ও স্বজনরা রাস্তায়

» মহাসড়কে দুর্ঘটনা

» ডিমলার নাউতার-বুড়ি তিস্তা-কুমলাই-ধুম নদী পুনঃখননে জরুরি সরকারি অর্থ বরাদ্দের দাবি

» চট্টগ্রামে পার্কের দরজায় মিলল কাঁথায় মোড়ানো শিশু

» মুরাদনগর থানার পুলিশ পরিদর্শকের অশালীন আচরণের ভিডিও ভাইরাল

» বাংলা চ্যানেল পাড়ি দিলেন ৩৫ সাতারু

» রংপুর মেডিকেলে টেন্ডার জালিয়াতি

» সিংগাইরে পৌনে ২ বছরেও শেষ হয়নি রাস্তার মেরামত কাজ

সম্প্রতি