সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকে) উস্কানিমূলক বিতকির্ত পোস্ট করায় ছাত্র-জনতার আন্দোলনে লালমনিরহাট সরকারি কলেজের দেব দুলাল গুহ দেব নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।
শনিবার সন্ধায় লালমনিরহাট সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের ওই শিক্ষককে ছাত্র জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ওই শিক্ষককে গাড়িতে তোলার সময় তার দিকে ডিম নিক্ষেপ করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
এ সময় বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা জানান, শিক্ষক দেব দুলাল তার ফেসবুক আইডিতে উস্কানিমূলক পোস্ট করেছেন। যা বর্তমান সরকারের সাথে সাংঘর্ষিক এবং কিছু পোস্ট ধর্মীয় অনুভুতিতে আঘাত করার মতো। সে কারণে দুপুরের পর থেকে কলেজে অবস্থান নেন ছাত্র জনতা।
খবর পেয়ে লালমনিরহাট সদর থানার ওসি ফোর্স নিয়ে কলেজে এসে তাকে জিজ্ঞাসা করার পর একটি সাদা রংয়ের মাইক্রোবাসে উঠিয়ে তাকে দ্রুত সেখান থেকে নিয়ে যাওয়া হয়। তাকে নিয়ে যাওয়ার পর বৈষম্য বিরুদ্ধে শিক্ষার্থীরা কলেজ থেকে ওই বিতর্কিত শিক্ষককে অপসারণে দাবিতে বিক্ষোভ করেন। পরে তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পুলিশ সুপার তরিকুল ইসলাম ও জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের কাছে থেকে মৌখিকভাবে অভিযোগ শুনেন। অভিযোগ শুনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার দুজনেই আশ্বাস দেন দেব দুলালের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে দেশের প্রচলিত আইনে বিচার করা হবে। আর পরবর্তী সময় থেকে তিনি যেন আর লালমনিরহাট সরকারি কলেজে প্রবেশ করতে না পারেন সেই বিষয়েও আশ্বাস দেন। পরে বিক্ষুব্ধ বৈষম্যবিরোধী ছাত্র-জনতা শান্ত হন। তবে তদন্ত না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোন মন্তব্য করেননি সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী।
রোববার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫
সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকে) উস্কানিমূলক বিতকির্ত পোস্ট করায় ছাত্র-জনতার আন্দোলনে লালমনিরহাট সরকারি কলেজের দেব দুলাল গুহ দেব নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।
শনিবার সন্ধায় লালমনিরহাট সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের ওই শিক্ষককে ছাত্র জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ওই শিক্ষককে গাড়িতে তোলার সময় তার দিকে ডিম নিক্ষেপ করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
এ সময় বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা জানান, শিক্ষক দেব দুলাল তার ফেসবুক আইডিতে উস্কানিমূলক পোস্ট করেছেন। যা বর্তমান সরকারের সাথে সাংঘর্ষিক এবং কিছু পোস্ট ধর্মীয় অনুভুতিতে আঘাত করার মতো। সে কারণে দুপুরের পর থেকে কলেজে অবস্থান নেন ছাত্র জনতা।
খবর পেয়ে লালমনিরহাট সদর থানার ওসি ফোর্স নিয়ে কলেজে এসে তাকে জিজ্ঞাসা করার পর একটি সাদা রংয়ের মাইক্রোবাসে উঠিয়ে তাকে দ্রুত সেখান থেকে নিয়ে যাওয়া হয়। তাকে নিয়ে যাওয়ার পর বৈষম্য বিরুদ্ধে শিক্ষার্থীরা কলেজ থেকে ওই বিতর্কিত শিক্ষককে অপসারণে দাবিতে বিক্ষোভ করেন। পরে তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পুলিশ সুপার তরিকুল ইসলাম ও জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের কাছে থেকে মৌখিকভাবে অভিযোগ শুনেন। অভিযোগ শুনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার দুজনেই আশ্বাস দেন দেব দুলালের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে দেশের প্রচলিত আইনে বিচার করা হবে। আর পরবর্তী সময় থেকে তিনি যেন আর লালমনিরহাট সরকারি কলেজে প্রবেশ করতে না পারেন সেই বিষয়েও আশ্বাস দেন। পরে বিক্ষুব্ধ বৈষম্যবিরোধী ছাত্র-জনতা শান্ত হন। তবে তদন্ত না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোন মন্তব্য করেননি সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী।