রংপুরের পীরগাছায় পূর্ব শত্রুতার জেরে এক ওমান প্রবাসীর প্রবাসির অন্তঃসত্ত্বা স্ত্রীকে এলোপাতাড়ি মারধর ও পেটে লাথি মারার অভিযোগ উঠেছে চাচি শ্বাশুড়ি এবং দেবরদের বিরুদ্ধে। ওই গৃহবধূ বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসক পেটের সন্তান জীবিত থাকা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। ঘটনাটি উপজেলার পূর্ব পাঠক শিকড় এলাকায় ঘটেছে। পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিকী মোবাইলফোনে বলেন, থানায় এজাহার পেলে এই ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।