টাঙ্গাইলের নাগরপুরে পরিবারের বোঝা মনে করে জয়নব ওরফে জয়না নামে এক অন্ধ বৃদ্ধাকে পরিবারের লোকজন মিলে শ্বাসরোধে হত্যা করেছে। শুক্রবার রাতে উপজেলার মোকনা ইউনিয়নের পাড় গাজুটিয়া গ্রামে নৃশংস ঘটনাটি ঘটেছে। নিহত জয়না বেগম ওই গ্রামের শওকত আলীর স্ত্রী। পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাতে এই হত্যাকা-ের সঙ্গে জড়িত নিহত বৃদ্ধার স্বামী শওকত আলী, ছেলে মোশারফ হোসেন মামুন এবং পুত্রবধু শাহনাজ আক্তার বেবিকে গ্রেপ্তার করেছে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, হত্যার বিষয়ে পুত্রবধু শাহনাজ আক্তার বেবি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর আসামী স্বামী শওকত আলী ও ছেলে মোশারফ হোসেন মামুনকে ৫ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে আদালত তাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
টাঙ্গাইলের নাগরপুরে পরিবারের বোঝা মনে করে জয়নব ওরফে জয়না নামে এক অন্ধ বৃদ্ধাকে পরিবারের লোকজন মিলে শ্বাসরোধে হত্যা করেছে। শুক্রবার রাতে উপজেলার মোকনা ইউনিয়নের পাড় গাজুটিয়া গ্রামে নৃশংস ঘটনাটি ঘটেছে। নিহত জয়না বেগম ওই গ্রামের শওকত আলীর স্ত্রী। পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাতে এই হত্যাকা-ের সঙ্গে জড়িত নিহত বৃদ্ধার স্বামী শওকত আলী, ছেলে মোশারফ হোসেন মামুন এবং পুত্রবধু শাহনাজ আক্তার বেবিকে গ্রেপ্তার করেছে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, হত্যার বিষয়ে পুত্রবধু শাহনাজ আক্তার বেবি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর আসামী স্বামী শওকত আলী ও ছেলে মোশারফ হোসেন মামুনকে ৫ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে আদালত তাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।