ইজতেমার দ্বিতীয় পর্বের জন্য ময়দান বুঝে পেলেন সাদপন্থিরা

সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর

গাজীপুর জেলা প্রশাসনের কাছ থেকে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান বুঝে পেলেন দ্বিতীয় পর্বের আয়োজক সাদপন্থিরা। রোববার দুপুরে ইজতেমা ময়দানে স্থাপিত জেলা প্রশাসকের কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে সাদপন্থিদেও কাছে ময়দান বুঝিয়ে দেয় জেলা প্রশাসন। ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি জুবায়েরপন্থিদের ইজতেমা সম্পন্ন হয়।

মাওলানা সাদ অনুসারি মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বলেন, আমরা প্রশাসনের নিকট থেকে ইজতেমা ময়দান বুঝে পেয়েছি। আগামী ১৪ ফেব্রয়ারী থেকে ১৬ ফেব্রুয়ারি আমাদের শান্তিপূর্ণ ইজতেমা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। জিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) হাফিজুল ইসলাম বলেন, দ্বিতীয় পর্বের আয়োজকদের কাছে ইজতেমা ময়দান বুঝিয়ে দেয়া হয়েছে।

তারা আগামী ১৪ ফেব্রয়ারী থেকে ১৬ ফেব্রুয়ারি ইজতেমা করার পর ১৮ ফেব্রুয়ারি আমাদের কাছে ময়দান হস্তান্তর করবেন। আগামী ২০ ফেব্রুয়ারি পুনরায় প্রথম পর্বের আয়োজক কমিটির নিকট মাঠ হস্তান্তর করা হবে।

‘সারাদেশ’ : আরও খবর

» মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, ২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

» ময়মনসিংহের দীপু দাস হত্যা: আরও একজন গ্রেপ্তার

সম্প্রতি