কুমিল্লায় বাজারে ফাঁকা গুলি ছুঁড়ে, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও পিস্তল ঠেকিয়ে জিম্মি করে একটি স্বর্ণ দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা প্রায় ৩৫ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়। ডাকাতের গুলিতে মোশারফ হোসেন নামের এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে আহত হন। শনিবার রাত ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার মসজিদ মার্কেটের নিচতলায় প্রীতি জুয়েলার্সে এই ডাকাতির ঘটনা ঘটে। এ সময় বাজারের জনতা কাউছার আহমেদ নামে এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করে। সে ঢাকার উত্তরখান থানার চনপাড়া এলাকার আবুল বাশারের ছেলে। রোববার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। ঘটনাস্থল থেকে ১টি রিভলবারের ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি এবং ডাকাতদের ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জনতা কাউছার নামে এক ডাকাতকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে। এই ঘটনায় জুয়েলারীর মালিক রবীন্দ্র চন্দ্র দত্ত বাদী হয়ে মামলা করেছেন। গ্রেপ্তারকৃত কাউছারের দেয়া তথ্য অনুযায়ী অপর ডাকাতদেরকে গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
সারাদেশ: যশোরে ছুরিকাঘাতে যুবক খুন
অপরাধ ও দুর্নীতি: লক্ষ্মীপুরে ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা