পিস্তল-গুলিসহ ডাকাত গ্রেপ্তার

জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১টি পিস্তল, ৭ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ২টি মোটরসাইকেল এবং ১টি টিভি উদ্ধার করা হয়। শনিবার রাত সাড়ে ১০টায় জেলার সলঙ্গার পাঁচলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্তোরকৃত মাহবুব খান জেলার কামারখন্দ উপজেলার বাগবাড়ি লাহিড়ীবাড়ির মৃত চান খানের ছেলে।

সিরাজগঞ্জ ডিবি পুলিশের ওসি একরামুল হোসাইন জানান, ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মাহবুব খানকে গ্রেপ্তার করে।

এ সময় তার কাছ থেকে ১টি পিস্তল, ৭ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সলঙ্গা এলাকার একটি বাড়িতে সম্প্রতি ডাকাতি করা ১টি ৪৬ ইঞ্চি টিভি মাহবুবের নিজবাড়ি থেকে এবং সলঙ্গা এলাকার একটি দোকান থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এই ঘটনায় ডিবির এসআই রুবেল মিয়া বাদী হয়ে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন।

‘সারাদেশ’ : আরও খবর

» নিপা ভাইরাস: খেজুরের কাঁচারস ও বাদুড়ে খাওয়া আধাফল না খাওয়ার পরামর্শ

» ডিমলায় আনসার ক্যাম্পে দুই দফা সন্ত্রাসী তা-বে ৭ শতাধিক আসামির বিরুদ্ধে মামলা হলেও ৯ দিনেও কেউ গ্রেপ্তার হয়নি

» ৪ বিভাগ ও ১২ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা

» শ্রেষ্ঠ সমাজসেবা পদক পেলেন তারাগঞ্জের কর্মকর্তা

সম্প্রতি